Thursday, August 28, 2025

রাজনৈতিক প্র.তিহিংসা! শাহী সভার পরদিনই কলকাতার দুই কাউন্সিলরের বাড়িতে হা.না CBI-র

Date:

ফের প্রতিহিংসার রাজনীতি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কলকাতায় (Kolkata) সভার পর দিনই সাতসকালে কলকাতা সহ একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI)। বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশুগুপ্তের (Bappaditya Dasgupta) পাটুলির বাড়িতে সোজা পৌঁছে যায় সিবিআই। এদিন সকালে নিজাম প্যালেস থেকে সিবিআই-এর দু’টি দল বের হয়। দুটি গাড়ি করে তাঁরা পৌঁছয় পাটুলিতে বাপ্পাদিত্যর বাসভবনে। গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে রয়েছেন নিরাপত্তারক্ষীরাও। তবে এদিন কাউন্সিলরের বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় সিবিআই আধিকারিকদের। পরে ঘুম চোখে বাড়ির বাইরে এসে দরজা খোলেন খোদ বাপ্পাদিত্যই। তবে এদিন সিবিআই হানা প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা সফল করতে না পারার খামতি ঢাকতেই সিবিআইয়ের এই তৎপরতা। চব্বিশের নির্বাচন যত এগিয়ে আসবে বিজেপির হাল তত খারাপ হবে। বাংলায় বিজেপির পায়ের তলার মাটি নেই। আর সেকারণেই অমিত শাহের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে এসব চলছে। তবে এসব করে যে লাভের লাভ কিছুই হবে না তাও সাফ জানিয়েছেন ফিরহাদ।

বর্তমানে বাপ্পাদিত্যর বাড়িতেই রয়েছেন সিবিআই আধিকারিকরা। তাঁর গোটা বাড়ি ঘিরে রেখে চলছে তল্লাশি। পাশাপাশি বিভিন্ন নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে শুধু বাপ্পাদিত্যর বাড়িতেই নয় কলকাতার পাশাপাশি কোচবিহার ও মুর্শিদাবাদ মিলিয়ে এদিন প্রায় ৮ জায়গায় প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে খবর। পাশাপাশি এদিন কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির পাশাপাশি বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) রাজারহাটের বাড়িতে পৌঁছে যায় সিবিআই-এর আরেকটি দল। সকাল ৯টা ১০ মিনিটে রাজারহাটে দেবরাজের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের দলটি। যদিও সেই সময় দেবরাজ বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ির লোক সিবিআই গোয়েন্দাদের জানিয়ে দেন, দেবরাজ বাড়িতে নেই। যদিও এর কিছু ক্ষণের মধ্যেই দেবরাজের গাড়ি এসে পৌঁছয় তাঁর বাড়ির সামনে। সিবিআইয়ের গোয়েন্দারা তাঁকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে যান। অন্যদিকে ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জাফিকুল ইসলামের (Jafikul Islam) বাড়িতেও সিবিআই হানা দিয়েছে বলে খবর। এছাড়া মুর্শিদাবাদের বড়ঞার কুলিতে কুন্তল ঘোষ ঘনিষ্ঠ সুজল আনসারি ওরফে ঝন্টু শেখের বাড়িতেও এদিন পিউছে গিয়েছে সিবিআই দল। পাশাপাশি কোচবিহারের ব্লক সভাপতি সজল সরকার ও শ্যামল কর নামে দুজনের বাড়িতে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা।

 

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version