Monday, November 10, 2025

বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘটনাকে ‘তুঘ*লকি কাণ্ড’ বলে মন্তব্য শিক্ষামন্ত্রীর

Date:

কেউ দফতর চালাতে ব্যর্থ হলে তাঁর পদত্যাগ করা উচিত, কিন্তু দফতর কেন বন্ধ থাকবে? বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘটনাকে ‘তুঘলকি কাণ্ড’ বলে ব্যাখ্যা করে এই প্রশ্নই তুলে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

বিআর অম্বেডকর বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেছেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সরকারি সম্পত্তি নষ্ট হতে পারে । তাই নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনিক কাজ বন্ধ রাখার কথা জানিয়েছেন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। উপচার্যের এই চিঠি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এটা পন্থা হতে পারে না। ঠিকঠাক চালাতে না পারলে তালা লাগিয়ে চলে যেতে পারেন না। বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা কাম্য নয়। বাঞ্ছনীয় নয়। উচিত নয়। এটাকে সমর্থন করছি না। তার থেকে পদত্যাগ করা উচিত। এ প্রসঙ্গে তিনি আইনি পরামর্শ নেওয়ার কথাও বলেছেন। তিনি বলেন, আইনি পরামর্শ নেব, কী করা যেতে পারে, তা দেখব। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট আচার্যকে বলেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে। কিন্তু উনি সুপ্রিম কোর্টের আদেশ অগ্রাহ্য করেছেন। তাহলে এরকম অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হত না। বিশ্ববিদ্যালয়ে তালাচাবি লাগানোর মতো এ রকম তুঘলকি কাণ্ড ঘটত না।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version