Sunday, November 9, 2025

লক্ষ্য সুষ্ঠু লোকসভা নির্বাচন, লালবাজারের কাছে এলাকাভিত্তিক রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

Date:

লক্ষ্য সুষ্ঠু লোকসভা নির্বাচন। তারই প্রস্তুতিতে কলকাতা পুলিশের কাছে এলাকা ভিত্তিক রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিই নির্বাচন হয় বাংলায়। তবে, কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্যে প্রস্তুতি শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। কোন কোন বিধানসভা এলাকা সংবেদনশীল? লালবাজারের (Lalbazar) কাছে তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

নির্দেশ পাওয়ার পরেই সমস্ত থানার কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে লালবাজার। বৃহস্পতিবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। বিশেষজ্ঞ মহলে, রিপোর্ট পাওয়ার পরেই কোথায় কত বাহিনী মোতায়ন করা হবে- তা ঠিক করবে নির্বাচন কমিশন (Election Commission)।

এই বছর শেষ হতে আর কটা দিন। তার পরেই বেজে উঠবে লোকসভা ভোটের দামামা। সেই কারণে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই কারণেই পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। গত লোকসভা এবং বিধানসভা ভোটে কোথায় অশান্তি বা গোলমালের ঘটনা ঘটেছে? কতগুলি মামলার রুজু হয়েছে? এখন সেখানে কী পরিস্থিতি? তার পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি বিধানসভা কেন্দ্র অনুযায়ী, দুষ্কৃতীদের নামের তালিকাও জমা দিতে হবে।

একই সঙ্গে অস্ত্র আইন বা আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগে দায়ের হওয়া মামলার তথ্যও চাওয়া হয়েছে। পাশাপাশি, সেই সব মামলায় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে- তার তথ্য রিপোর্ট আকারে জমা দিতে হবে পুলিশকে।

আরও পড়ুন: সংসদ অধিবেশনের আগে সর্বদল বৈঠকে ৬ ইস্যুতে কেন্দ্রকে বিঁধল তৃণমূল

হবে। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে কত পুলিশ মোতায়েন ছিল- লালবাজারের কাছে সেই হিসেবেও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর এই রিপোর্ট খতিয়ে দেখে কোথায় কত বাহিনী মোতায়ন করতে হবে- সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version