Wednesday, May 14, 2025

লক্ষ্য বিজেপি শূন্য উত্তর-পূর্ব, অসমে বৈঠকে তৃণমূল-সহ ১৫ বিরোধী দল

Date:

Share post:

শুধুই ভাষণ কিন্তু কার্যক্ষেত্রে নিষ্ক্রিয় বিজেপি। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি দেখে বিজেপি মোহ কেটেছে উত্তর-পূর্বের মানুষের। এই পরিস্থিতিতে মিজোরামের ভোটপর্ব মিটতেই উত্তর-পূর্বকে পাখির চোখ করল বিরোধী রাজনৈতিক দলগুলি। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি বিরোধী জোট গথনের সক্রিয়তা শুরু হল উত্তর-পূর্বের অসম রাজ্যে। শুক্রবার থেকে বিজেপি বিরোধী ১৫টি দলের দু’দিনের বৈঠক শুরু হয়েছে অসমের ডিব্রুগড়ে।

এই বৈঠক প্রসঙ্গে অসমের প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বলেন, “আগামী লোকসভা ভোটে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে আলোচনা হয়েছে আমাদের নতুন জোট ‘ইউনাইটেড অপোজিশন ফোরাম অসম’-এর বৈঠকে।” এই উপস্থিত হয়েছেন কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি (আপ), এনসিপি, আরজেডি, জেডি(ইউ) সিপিএম, সিপিআই, সিপিআই-এমএল লিবারেশন, শিবসেনা (ইউবিটি)-র মতো ‘ইন্ডিয়া’র শরিকেরা। এছাড়াও উপস্থিত রয়েছে লুরিনজ্যোতি গগৈয়ের অসম জাতীয় পরিষদ, অখিল গগৈয়ের রাইজর দল, জনজাতি সংগঠন ‘অল পার্টি হিল লিডারস কনফারেন্স’, জাতীয় দল অসম এবং ফরওয়ার্ড ব্লক। মূলত অসম-সহ গোটা উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (নেডা)-র মোকাবিলায় এই তৎপরতা। আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের এই জোট নির্ণায়কের ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, মণিপুরের সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বিজেপির চূড়ান্ত নিষ্ক্রিয়তায় নেডার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে সেখানকার শরিকদলগুলি। মিজোরামের মুখ্যমন্ত্রী তথা বিজেপির সহযোগী এমএনএফের প্রধান জোরামথাঙ্গা বিজেপির সঙ্গে জোট ভেঙেছেন। এবং সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক মঞ্চে হাজির হতেও অসম্মত হয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে। এদিকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে তৃণমূল মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বরা, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুস্মিতা দেব এখন উত্তর-পূর্বাঞ্চলের তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে বিজেপিকে উত্তর-পূর্ব ছাড়া করতে লোকসভার আগে এই অবিজেপি জোট বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৪ মে (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

চিন্নাস্বামীতে কোহলিকে ফেয়ারওয়েলের উদ্যোগ বিরাট ভক্তদের

টেস্টকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। সাদা জার্সিতে আর তাঁকে মাঠে দেখতে পারবেন না বিরাট ভক্তরা। একটা ফেয়ারওয়েল...

কানাডার বিদেশমন্ত্রী পদে ভারতীয় বংশোদ্ভূত অনিতা! ভারতের সম্পর্ক মেরামতির পালা

কানাডায় জাস্টিন ট্রুডো সরকারের পতনের পরে খালিস্তানি জঙ্গিদের সেখানে আশ্রয় নেওয়ার পালায় খানিকটা ইতি টানা গিয়েছে। প্রধানমন্ত্রী মার্ক...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৪ মে বুধবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৪৭৫ ₹ ৯৪৭৫০ ₹খুচরো পাকা সোনা ৯৫২০ ₹ ৯৫২০০...