Sunday, November 16, 2025

সংসদ অধিবেশনের আগে সর্বদল বৈঠকে ৬ ইস্যুতে কেন্দ্রকে বিঁধল তৃণমূল

Date:

আগামী সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। তার আগে সর্বদল বৈঠকে কেন্দ্রের শাসকদলকে চাপে ফেলতে ৬ ইস্যুকে হাতিয়ার করল তৃণমূল। সংসদ অধিবেশনের আগে এই সর্বদল বৈঠকে এই ৬ ইস্যু তুলে ধরলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

তৃণমূলের তরফে যে ৬ ইস্যু সর্বদল বৈঠকে তুলে ধরা হয়েছে তা হল… প্রথমত, কেন্দ্র সংসদ অধিবেশনের আগের সর্বদল বৈঠক ডেকে শুধুই সময় নষ্ট করছে। এতে কাজের কাজ হয় না। আগের বারও সরকার অধিবেশনের মাঝপথে হঠাৎ করে বিল পেশ করে পাশ করিয়ে নিয়েছে। দুই, ভারতীয় ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা এবং সাক্ষ্য আইন, এই তিনটি আইন যেন এই অধিবেশনে পাশ করানো না হয়। এগুলোতে অনেক সংশোধন প্রয়োজন। কোনওরকম তাড়াহুড়ো ঠিক নয়। তিন, ১০০ দিনের কাজ থেকে স্বাস্থ্য পরিষেবায় বরাদ্দ, রাজ্যের বকেয়া নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল। চতুর্থ দাবি, সরকার যেন এই অধিবেশন শুধু নিজেদের পিঠ চাপড়ানোর কাজে না ব্যবহার করে। মূল্যবৃদ্ধি-বেকারত্বের মতো ইস্যুতে আলোচনার সুযোগ দেওয়া হয়। পঞ্চম দাবি, সংসদের কোনও কমিটির রিপোর্ট পেশের আগে যেন ফাঁস না হয়। মহুয়ার ক্ষেত্রে যেভাবে এথিক্স কমিটির রিপোর্ট ফাঁস করে দেওয়া হয়েছে, তার তীব্র নিন্দা করেছে তৃণমূল। সবশেষে রাজ্যের শাসকদল জানিয়েছে, তাঁরা সংসদে আলোচনা চায়। সরকার যেন কোনও অজুহাতে পিঠ বাঁচাতে অধিবেশন ভণ্ডুল না করে দেয়।

সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে এই সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন ২৩টি দল ৩০ জন নেতা। সেখানে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তাঁরা সব বিরোধী দলের কাছে সহযোগিতা প্রার্থনা করেছে। উল্লেখ্য, ৪ ডিসেম্বর থেকে শীতকালীন অধিবেশন হবে। মোট ১৫দিন সংসদ বসবে।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version