Wednesday, January 14, 2026

স্বস্তি একমাত্র তেলেঙ্গানায়, কংগ্রেসের সাফল্যে ‘দক্ষিণ দুয়ার’ বন্ধ বিজেপির

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই পরিস্কার হচ্ছে ৪ রাজ্যের ভোটের ফল। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ৩ রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে জয়ের পথে বিজেপি। একমাত্র তেলেঙ্গানায় বিআরএসকে সরিয়ে ক্ষমতায় আসছে হাত শিবির। তেলেঙ্গানায় কংগ্রেসের সাফল্যের জেরেই দক্ষিনের দরজা পুরোপুরি বন্ধ হল বিজেপির জন্য।

এখনও পর্যন্ত যে ফলাফল দেখা যাচ্ছে তেলেঙ্গানায় তাতে সেখানে একক বৃহত্তম দল হিসেবে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। সব ঠিক থাকলে তেলেঙ্গানায় সরকার গঠনে সমস্যা হওয়ার কথা নয় হাত শিবিরের। কংগ্রেসের চূড়ান্ত ভরাডুবির দিনে তেলেঙ্গানার ফলাফল একদিক থেকে স্বস্তিদায়ক, তা হল একদিকে যখন গো বলয়ে অর্থাৎ উত্তর ভারতে মুছে গিয়েছে কংগ্রেস, সেখানে দক্ষিণ ভারতের দরজা বন্ধ হয়েছে বিজেপির জন্য। মাস ছয়েক আগেও তেলেঙ্গানায় বিজেপির ভালো হাওয়া ছিল। এমনকী কংগ্রেসকে সরিয়ে প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসার দৌড়েও ছিল গেরুয়া শিবির। হায়দরাবাদ পুর নিগমের নির্বাচনে সেটা দেখাও যায়। বিআরএসের পর দ্বিতীয় স্থানে ছিল বিজেপিই। অথচ মাত্র ৬ মাসের ব্যবধানে সেই বিজেপি নেমে এল এক সংখ্যার আসনে। অর্থাৎ এখন যা পরিস্থিতি দক্ষিণে অত্যন্ত বেহাল অবস্থা গেরুয়া শিবিরের

উল্লেখ্য, কয়েকমাস আগেও দক্ষিনের কর্ণাটকে ক্ষমতায় ছিল বিজেপি। তেলেঙ্গানাতেও ভালো ফলের আশা করছিল তারা। তামিলনাড়ুতেও জোর কদমে চলছিল সংগঠন বাড়ানোর চেষ্টা। তবে কয়েকমাসের ব্যবধানে দুই রাজ্যে ধাক্কা খেয়ে তামিলভূমে বিজেপির সংগঠন বাড়ানোর স্বপ্ন জোর ধাক্কা খাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভার আগে তা কংগ্রেসের কাছে কিছুটা হলেও আশার আলো। এদিকে শেষ পাওয়া খবরে তেলেঙ্গানার ট্রেন্ড বলছে, এখানে ১১৯ আসনের মধ্যে ৫৮ আসনে এগিয়ে কংগ্রেস, বিআরএস ৩৫, বিজেপি ৯, মিম ৬ ও অন্যান্য ২ টি আসনে এগিয়ে।

spot_img

Related articles

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...