Thursday, November 13, 2025

ধ.র্মীয় প্রার্থনা চলাকালীন ফিলিপিন্সের বিশ্ববিদ্যালয়ে জ.ঙ্গি হা.না, মৃ.তের সংখ্যা বাড়ার আ.শঙ্কা প্রশাসনের

Date:

দক্ষিণ ফিলিপিন্সে (Philippines) জঙ্গি হানায় প্রাণ গেল ৪ জনের। অভিযোগের আঙুল ইসলামিক মৌলবাদী সংগঠনের দিকেই। সূত্রের খবর, রবিবার মারাই শহরের মিনদানাও বিশ্ববিদ্যালয়ে (University) ধর্মীয় প্রার্থনা চলাকালীন হামলা চালানো হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে দক্ষিণ ফিলিপিন্সের অন্যতম বড় শহর মারাই-এর মিনদানাও বিশ্ববিদ্যালয়ের (University) জিম আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। সেই সময় সেখানে ক্যাথলিক (Catholic) সম্প্রদায়ের প্রার্থনা চলছিল। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর আহত হন কমপক্ষে এক ডজন মানুষ। এছাড়াও প্রায় ৪০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোব্লেজার দাবি, ইসলামিক মৌলবাদী সংগঠনের পক্ষ থেকে এই বিস্ফোরণ ঘটনো হয়েছে। যদিও কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি। জানা গিয়েছে, শনিবার ফিলিপিন্স সেনা ও জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১১ জঙ্গির মৃত্যু হয়। প্রশাসনের দাবি, সেই মৃত্যুর বদলা নিতেই রবিবার এই হামলা চালানো হয়। ফিলিপিন্সের রাষ্ট্রপতি (President) ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই হামলার ঘটনাকে “অনুভূতিহীন (Senseless) ও নিন্দনীয় (Henious)” বলে দাবি করেন। এদিকে দুর্ঘটনার পর কড়া নিরাপত্তায় গোটা বিশ্ববিদ্যালয় চত্বর মুড়ে ফেলা হয়। তবে এই মারাই শহর বিদেশী নাগরিকদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই শহরে শিক্ষা প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ার ঘটনায় যথেষ্ট উদ্বেগে ফিলিপিন্স সরকার। হামলায় গ্রেনেড (Grenade) বা কোনও আইইডি (Improvised Explosive Device) ব্যবহার করা হয়েছিল কী না তা জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, ২০১৭ সালে এই মারাই শহরই প্রায় পাঁচমাস অবরুদ্ধ করে রেখেছিল আইএস জঙ্গিরা।

 

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version