Friday, November 14, 2025

বিশ্বকাপ ফাইনালে কেন হার ভারতের, বোর্ডকে জানালেন দ্রাবিড়

Date:

সদ্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারের মুখ দেখে ভারতীয় দল। আর বিশ্বকাপ ফাইনালে হারের জন্য মোতেরার বাইশ গজকেই দুষলেন রাহুল দ্রাবিড়। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। ট্র্যাভিস হেডের অনবদ্য সেঞ্চুরিতে কাপ-স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ভারতীয়দের।

দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ব্যর্থতা নিয়ে বোর্ড কর্তাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে। বিসিসিআই সূত্রের খবর, ওই সভায় বোর্ডের একাধিক শীর্ষ কর্তা ছাড়াও উপস্থিত ছিলেন দ্রাবিড়। রোহিত এই মুহূর্তে পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন। তিনিও ভিডিও কলের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন, সেখানেই ফাইনালে ভারতীয় দলের অপ্রত্যাশিত হার নিয়ে প্রশ্ন করা হয়েছিল দ্রাবিড় ও রোহিতকে। বোর্ড কর্তাদের দ্রাবিড় জানান, মোতেরার পিচে বল যতটা ঘুরবে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করেছিল, ততটা বল ঘোরেনি। এটা হারের অন্যতম প্রধান কারণ। এছাড়া টস হেরে যাওয়াটাও একটা ফ্যাক্টর।

দ্রাবিড় আরও জানিয়েছেন, রান তাড়া করতে নামার পর ভারতীয় পেসাররা দ্রুত অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু মাঝের ওভারে স্পিনাররা পিচ থেকে বিন্দুমাত্র সাহায্য পাননি। পাশাপাশি ট্র্যাভিস হেড একাই দুটো দলের মধ্যে ফারাক গড়ে দিয়েছিলেন। দ্রাবিড়ের বক্তব্য, গোটা টুর্নামেন্টে যে পরিকল্পনা মেনে দল খেলেছে, ফাইনালেও সেই একই পরিকল্পনা ছিল। কিন্তু আসল দিনেই তা ব্যর্থ হয়।

আরও পড়ুন:বিরাট অবশ্যই একবার SA20-তে খেলবে, বললেন এবি ডি ভিলিয়ার্স

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version