Sunday, August 24, 2025

KIFF 2023: হাতে মাত্র একটা দিন, শেষ মুহূর্তের প্রস্তুতি চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে!

Date:

বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণের (World Cinema’s Bengal Expedition) আর মাত্র একদিন বাকি। আগামী ৫ ডিসেম্বর ২০২৩ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (29th KIFF) । এবছর বিশ্বের ৩৯টা দেশ থেকে ১৫৯০ টি সিনেমা স্ক্রিনিং-এর জন্য আবেদন করেছিল। আগামী বুধবার থেকে পরের সপ্তাহের মঙ্গলবার (6th -12th Dec) পর্যন্ত শহরের ২৩ টি প্রেক্ষাগৃহে ২১৯ টি সিনেমা দেখানো হবে। এবছরের ফোকাস কান্ট্রি স্পেন (Spain)। সেদেশের ৬টি সিনেমার প্রদর্শন হবে এবারের চলচ্চিত্র উৎসবে।

সাত দিন ধরে বিশ্ব সিনেমার নানা ঘরানাকে প্রেক্ষাগৃহে উপভোগ করতে চলেছেন সিনেপ্রেমীরা। অমিতাভ বচ্চন বা শাহরুখ খান উপস্থিত হতে না পারলেও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বলিউডের ভাইজান সলমন খান(Salman Khan)। উত্তম কুমার এবং তনুজা অভিনীত ‘দেয়া নেয়া’ সিনেমা দিয়েই চলচ্চিত্র উৎসবের শুরু। এবছর থিম সং গেয়েছেন অরিজিৎ সিং যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং। এবছর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে একটু ব্যতিক্রমী পথে হেঁটেছে রাজ্য। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে সেদিন জুন মালিয়া এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে। অন্যান্য বছর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঞ্চালনার দায়িত্বে থাকলেও এ বছর তিনি উপস্থিত থাকবেন না। যদিও কিফের (KIFF) সমাপ্তি অনুষ্ঠানে তাঁকে মঞ্চে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নন্দন -রবীন্দ্র সদন চত্বরে। দুর্গাপুজোর শেষে আর যীশুপুজোর আগে এই সাত দিন বিনোদনের পুজোতে মেতে উঠতে মরিয়া শহরবাসী। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সকাল ন’টায় থাকছে প্রথম শো আর সন্ধ্যা সাতটায় শেষ শো। মৃণাল সেন এবং দেব আনন্দের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নন্দন ও গগনেন্দ্র প্রদর্শনশালায় বিশেষ প্রদর্শনীর (Centenary tribute) আয়োজন করা হয়েছে।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version