Thursday, November 13, 2025

জাতীয় সঙ্গীত অবমান.না মামলা বিচার করার আগে হোমওয়ার্ক করে আসার পরামর্শ তৃণমূলের

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত হয়। এটাই বাংলার সংস্কৃতি। সেই সংস্কৃতি নিয়ে বিচার করার আগে বিচারপতিকে হোমওয়ার্ক করে আসার পরামর্শ দিল তৃণমূল। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপির ১০ জন বিধায়কের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছিল। তার মধ্যে সোম ও মঙ্গলবার পরপর দু’দিন তাঁদের মধ্যে মোট ৮ জন বিধায়ককে লালবাজারে তলব করেছিল কলকাতা পুলিশ। তার পরিপ্রেক্ষিতে মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত।

সোমবার হাইকোর্ট সেই মামলার শুনানিতে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সেই নির্দেশের পর তৃণমূলের তরফে সাফ জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্মসূচি শেষে জাতীয় সঙ্গীত হয়। তৃণমূল মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কেন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত হয়, তার নির্দিষ্ট উত্তর আমাদের কাছে আছে। কর্মসূচির শেষে জাতীয় সঙ্গীত গাওয়া তৃণমূলের সংস্কৃতি। এর সঙ্গে শপিংমল উদ্বোধনের তুলনা টানছেন যিনি, তিনি যত বড় পদেই থাকুন না কেন, তা অনভিপ্রেত। দেশীয় মনীষীদের সম্মান করা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এটা একটা ঐতিহ্য, এটা একটা ধারা। আদালত প্রয়োজনে হোমওয়ার্ক করুক, না বুঝে এ ধরনের মন্তব্য কাম্য নয়।

বিজেপিকে নিশানা করে তৃণমূল মুখপাত্র বলেন, বিজেপির যাঁরা ধরনা দিচ্ছিলেন তাঁদের জাতীয় সঙ্গীতের প্রতি কোনও শ্রদ্ধা-ভক্তি নেই। বিজেপি একটা বেইমান বিশ্বাসধাতক পার্টি। যাদের কর্তারা মুচলেকা দিয়ে ব্রিটিশের চরবৃত্তি করেছে। তাঁদের কাছে কৈফিয়ত দেবে না তৃণমূল। এদিকে আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানিতে কেস ডায়রি হাজির করতে হবে। সমস্ত অসম্পাদিত ভিডিও ফুটেজ আদালতে জমা করতে হবে।

 

Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...
Exit mobile version