Sunday, August 24, 2025

রাজ্য সঙ্গীতকেও জাতীয় সঙ্গীতের মর্যাদায় গাইতে হবে: বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এবার রাজ্য সঙ্গীতকেও জাতীয় সঙ্গীতের (National Anthem) মর্যাদায় গাইতে হবে। সোমবার, বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, জাতীয় সঙ্গীতের মতো এবার রাজ্য সঙ্গীত গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও রবীন্দ্রনাথ ঠাকুরের “বাংলার মাটি বাংলার জল” গাওয়া হবে- জানালেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় অত্যাধুনিক মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

বিধানসভা ও পরিষদীয় রাজনীতির ইতিহাসকে ধরে রাখতে বিধানসভার ফাঁকা জমিতে গড়ে তোলা হয়েছে পাঁচতলা মিউজিয়াম। বাংলার ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে নানা স্থাপত্যের মাধ্যমে। শিল্পীদের কাজের ভূয়সী প্রশংসা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “গায়ের ঘামটাও ফুটিয়ে তুলেছেন। শিরা, উপশিরাও বোঝা যাচ্ছে। কী সৃষ্টি করেছেন শিল্পীরা!” সব থেকে নেতাজি ও গান্ধীজির মূর্তি তাঁর পছন্দ হয়েছে বলে জানান মমতা। তবে, আগামীদিনে মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ও আম্বেদকরের মূর্তিও রাখার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যাককে বলেন মুখ্যমন্ত্রী।

বাংলার সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা নিয়ে বলতে দিয়ে মুখ্যমন্ত্রীর আক্ষেপ, “বাংলাকে নিয়ে গর্ব করার মতো কত কিছু আছে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের নিয়ে গর্ব করতে ভুলে যাচ্ছি। বরং নিজেরা নিজেদের বেশি সমালোচনা করছি।”

বিধানসভার বিভিন্ন জিনিস, ঐতিহাসিক নথি থাকবে ওই মিউজিয়ামে। ঐতিহাসিক ঘটনার দলিলের পাশাপাশি বিধানসভার কার্যবিবরণীও থাকবে সেখানে। রাজনৈতিক তর্ক, সওয়াল-জবাব সবই সংরক্ষণর জন্য থাকছে লাইব্রেরি। অডিও-ভিজুয়াল রুম, অডিটোরিয়াম, ডিজিটাল রেকর্ডস রুম সবই থাকছে মিউজিয়ামে। অত্যাধুনিক টাচ স্ক্রিন প্রযুক্তিতে রাজ্যের অনেক অজানা ইতিহাস স্ক্রিনে স্পর্শ করলেই ফুটে উঠবে। এই মিউজিয়ামে ঢুকতে পড়ুয়াদের কোনও খরচ লাগতে না। আই কার্ড দেখিয়ে বিনামূল্যে ঢুকতে পারবে তারা।

spot_img

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...