রাজ্য সঙ্গীতকেও জাতীয় সঙ্গীতের মর্যাদায় গাইতে হবে: বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এবার রাজ্য সঙ্গীতকেও জাতীয় সঙ্গীতের (National Anthem) মর্যাদায় গাইতে হবে। সোমবার, বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, জাতীয় সঙ্গীতের মতো এবার রাজ্য সঙ্গীত গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও রবীন্দ্রনাথ ঠাকুরের “বাংলার মাটি বাংলার জল” গাওয়া হবে- জানালেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় অত্যাধুনিক মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

বিধানসভা ও পরিষদীয় রাজনীতির ইতিহাসকে ধরে রাখতে বিধানসভার ফাঁকা জমিতে গড়ে তোলা হয়েছে পাঁচতলা মিউজিয়াম। বাংলার ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে নানা স্থাপত্যের মাধ্যমে। শিল্পীদের কাজের ভূয়সী প্রশংসা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “গায়ের ঘামটাও ফুটিয়ে তুলেছেন। শিরা, উপশিরাও বোঝা যাচ্ছে। কী সৃষ্টি করেছেন শিল্পীরা!” সব থেকে নেতাজি ও গান্ধীজির মূর্তি তাঁর পছন্দ হয়েছে বলে জানান মমতা। তবে, আগামীদিনে মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ও আম্বেদকরের মূর্তিও রাখার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যাককে বলেন মুখ্যমন্ত্রী।

বাংলার সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা নিয়ে বলতে দিয়ে মুখ্যমন্ত্রীর আক্ষেপ, “বাংলাকে নিয়ে গর্ব করার মতো কত কিছু আছে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের নিয়ে গর্ব করতে ভুলে যাচ্ছি। বরং নিজেরা নিজেদের বেশি সমালোচনা করছি।”

বিধানসভার বিভিন্ন জিনিস, ঐতিহাসিক নথি থাকবে ওই মিউজিয়ামে। ঐতিহাসিক ঘটনার দলিলের পাশাপাশি বিধানসভার কার্যবিবরণীও থাকবে সেখানে। রাজনৈতিক তর্ক, সওয়াল-জবাব সবই সংরক্ষণর জন্য থাকছে লাইব্রেরি। অডিও-ভিজুয়াল রুম, অডিটোরিয়াম, ডিজিটাল রেকর্ডস রুম সবই থাকছে মিউজিয়ামে। অত্যাধুনিক টাচ স্ক্রিন প্রযুক্তিতে রাজ্যের অনেক অজানা ইতিহাস স্ক্রিনে স্পর্শ করলেই ফুটে উঠবে। এই মিউজিয়ামে ঢুকতে পড়ুয়াদের কোনও খরচ লাগতে না। আই কার্ড দেখিয়ে বিনামূল্যে ঢুকতে পারবে তারা।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...