Friday, November 14, 2025

পূর্ব মেদিনীপুরে এগিয়েই চলেছে তৃণমূলের জয়রথ। আর মুখ পুড়ছে বিজেপির। তারা যে ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে, বিভিন্ন সমবায় নির্বাচনই তার বড় উদাহরণ হয়ে উঠেছে। তমলুকে ফের সমবায় সমিতির নির্বাচনে বিপুলভাবে জিতল তৃণমূল কংগ্রেস।

দিনকয়েক আগেই বিজেপি এবং বামের রামধনুজোটকে পরাস্ত করে, তমলুকের ধলহরা খণ্ডগ্রাম সমবায় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তার রেশ কাটতে না কাটতেই, এবার তমলুক ব্লকের পিপুলবেড়িয়া-২ পঞ্চায়েতের অধীন শ্রীরামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সবকটি আসনে জয়ী হল তৃণমূল। এই সমবায়ের মোট ১৩ আসনে ভোট হয়। তৃণমূল ১৩টি, বিজেপি ১৩টি এবং সিপিএম চারটি আসনে প্রার্থী দিয়েছিল। ৭৫০ জন ভোট দেন। তৃণমূল কংগ্রেস সবকটি আসনেই জয়ী হয়। পিপুলবেড়িয়া-১ ও ২ এবং বিষ্ণুবাড়- ২ পঞ্চায়েত এলাকা থেকে এই সমবায় সমিতির সদস্যরা ভোট দেন। জয়ের পর তৃণমূল কংগ্রেস সমর্থকেরা সবুজ আবির মেখে উল্লাস প্রকাশ করেন।

জয়ের পর পিপুলবেড়িয়া ২ অঞ্চল তৃণমূল সভাপতি রঙ্গলাল রোহিত বলেন, এই সমবায়ের তৃণমূল কংগ্রেসের জয়ী ১৩জন প্রার্থীর সবাই প্রায় ২০০-র মতো ভোটের লিড পেয়েছেন। আবার কৃষি সমবায় উন্নয়ন মঞ্চের যুগ্ম আহ্বায়ক তথা তৃণমূলের পঞ্চায়েত প্রধান নিশিকান্ত মেট্যা বলেন, সমবায়কে আরও স্বচ্ছভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। আমাদের জয়ী করার জন্য সমবায়ের সকল সদস্যকে কৃতজ্ঞতা জানাই। তমলুকে পরপর দুটি সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করায়, এলাকার বিধায়ক সৌমেন মহাপাত্র সংশ্লিষ্ট জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং ভোটারদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন- আসেনি আমন্ত্রণ পত্র, ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী-অভিষেক

 

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version