অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। সিরিজের ফলাফল ৪-১। এই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। দলের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত তিনি। ম্যাচ জেতার পর দলের তরুণ খেলোয়াড়দের প্রশংসায় ভরিয়ে দেন সূর্যকুমার।

ম্যাচ শেষে SKY বলেন,”এটা একটা ভালো সিরিজ ছিল। ছেলেরা যেভাবে তাদের প্রতিভা প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা নির্ভয়ে খেলতে চেয়েছিলাম। উপভোগ করতে চেয়েছিলাম। আমি ছেলেদের বলেছিলাম, যেটা ঠিক, সেটাই করো এবং নিজের খেলাটা উপভোগ করো। এবং তারাও সেটাই করেছে। এই ফলে খুব খুশি। ওয়াশিংটন সুন্দর থাকলে, গোটা ব্যাপারটা আরও ভালো হত।”

এরপর ম্যাচ নিয়ে সূর্যকুমার বলেন,” চিন্নাস্বামীতে ২০০ ওপরে রান তাড়া করা সহজ। ১৬০-১৭৫ রান রক্ষা করাটা কঠিন। তবে ১০ ওভারের পরে আমি ছেলেদের বলেছিলাম যে, আমরা এখনও ম্যাচে আছি।”

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রুতুরাজ
