Thursday, November 13, 2025

সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ, তার আগে বুমরাহকে বিশেষ পরামর্শ নীরজের

Date:

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ফাইনালে ভারতকে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। গোটা টুর্নামেন্টে ভালো খেলেও ফাইনালে হারের মুখ দেখে রোহিত শর্মার দল। এই টুর্নামেন্টে দুরন্ত বোলিং করেন যশপ্রীত বুমরাহ। তবে বুমরাহর কিছু পরিবর্তন আছে বলে মনে করছেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। বিশ্বকাপে ভারতের প্রায় সব ম্যাচই দেখেছেন নীরজ। পর্যবেক্ষণ করেছেন বুমরাহকে। চোট সারিয়ে ফিরে আসার পর বুমরাহ রান আপ কিছুটা কমিয়ে দিয়েছেন। আর এটাই পছন্দ নয় নীরজের। নীরজের মতে, রান আপ কমিয়ে ফেলার প্রভাব পড়ছে বুমরাহর বলের গতিতে।

এই নিয়ে নীরজ বলেন,”বুমরাহকে আমার বেশ ভাল লাগে। ওর বল করার ভঙ্গিটা বেশ মজার। আমার মতে, ওর বোলিং রান আপ আর একটু বড় করা উচিত। তাতে বলের গতি বৃদ্ধি করতে সুবিধা হবে। একজন জ্যাভলিন থ্রোয়ার হিসাবে বলতে পারি, একজন বোলার কীভাবে তার বলে আরও গতি যোগ করতে পারে। কীভাবে বল ছাড়লে আরও ভাল ফল পেতে পারে। বুমরাহর সবই ভাল। শুধু বল করার জন্য আর একটু পিছন থেকে দৌড় শুরু করলে ভাল হতে পারে।”

স্বপ্ন দেখেছিলেন বিশ্বচ‍্যাম্পিয়ন হবে ভারত। তবে সেই স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন ভেঙে যাওয়ায় হতাশ নীরজ। এই নিয়ে তিনি বলেন,” দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা মানসিকভাবে কিছু ভাল জায়গায় ছিল। মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকে মাঠে নেমেছিল। ওদের বল করা দেখেই বুঝেছিলাম, মানসিকভাবে কতটা শক্তিশালী। শেষ পর্যন্ত আমার ধারণাই ঠিক হয়েছিল। ওরা আসলে জানে, নিজেদের খেলাটা কখন, কী ভাবে খেলতে হয়।”

আরও পড়ুন:বাইজু’সের কাছে ১৬০ কোটা টাকা বকেয়া বাকি বিসিসিআইয়ের, স্পনসরকে নোটিশ আদালতের

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version