Friday, August 22, 2025

বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা

Date:

বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলা। এদিন পাঞ্জাবের বিরুদ্ধে ৫২ রানে জয় পায় সুদীপ ঘরামির দল। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে এদিন দুরন্ত ইনিংস খেলেন অনুষ্টুপ মজুমদার। ১১১ রানে অপরাজিত তিনি। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং কৌশিক মাইতি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান করে বাংলা। অনুষ্টুপ মজুমদারের দুর্দান্ত শতরানের সুবাদে ভালো স্কোর করতে সক্ষম হয় বাংলার দল। ১১১ রান করেন অনুষ্টুপ। ৬৬ রান করেন করণ লাল। অনুষ্টুপকে যোগ্য সঙ্গত  করেন করণ লাল। এছাড়াও অধিনায়ক সুদীপের ব্যাট থেকে আসে ২৬ রান। বাংলার অন্যান্য ব্যাটাররা এদিন ব্যাট হাতে ব্যর্থ। ৯ রান করেন অভিষেক পোড়েল। পাঞ্জাবের হয়ে একাই পাঁচ উইকেট নেন বালতেজ সিং। ১০ ওভার বল করে মাত্র ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। একটি করে উইকেট নেন এস কৌল, অভিষেক শর্মা, প্রীরিত দত্ত এবং মারকাণ্ডে।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৯০ রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন সনভির সিং। বাংলার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকটে পারেনি পাঞ্জাবের ব্যাটাররা। শাহবাজ আহমেদ এবং কৌশিক মাইতি ৩ টি করে উইকেট নেন। মহম্মদ কাইফ এবং প্রদীপ্ত প্রামাণিক নেন ২ টি করে উইকেট। এই জয়ের সুবাদে গ্রুপ ‘ই’-এর শীর্ষে চলে গেল বাংলা।

আরও পড়ুন:সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ, তার আগে বুমরাহকে বিশেষ পরামর্শ নীরজের

 

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version