১) যুবভারতীতে ইস্টবেঙ্গলের দাপট। এদিন আইএসএল-এর ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডর বিরুদ্ধে খেলতে নামে কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ম্যাচে নর্থইস্টকে ৫-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচে জোড়া গোল অধিনায়ক ক্লেটন সিলভা এবং নন্দকুমারের।

২) আগামী জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। আর এই ম্যাচ নিয়ে ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককুলাম জানিয়েছেন যে, ভারতের বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজ তাঁর দলের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। ভারতের বিরুদ্ধে বাজবল ক্রিকেটই খেলবে টিম ইংল্যান্ড।

৩) অনন্য সম্মান পেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস। দেশের নোটে ছাপানো হল বিশ্বকাপজয়ী রিচার্ডসের ছবি। জানা যাচ্ছে পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে ২ ডলারের নোটে ছাপানো হয়েছে রিচার্ডসের ছবি। ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪) অনন্য নজির গড়লেন ভারতের তারকা ব্যাটার রুতুরাজ গায়কোওয়াড। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে নেমেছিল ভারত। এই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেন রুতুরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে রুতুরাজ ৫৫.৭৫ গড়ে ২২৩ রান করেছেন। যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে কোনো ব্যাটারের করা সর্বোচ্চ রান। আর এই সুবাদেই অনন্য নজির গড়েন তিনি।

৫) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। সিরিজের ফলাফল ৪-১। এই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। দলের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত তিনি। ম্যাচ জেতার পর দলের তরুণ খেলোয়াড়দের প্রশংসায় ভরিয়ে দেন সূর্যকুমার। বলেন,”এটা একটা ভালো সিরিজ ছিল। ছেলেরা যেভাবে তাদের প্রতিভা প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
আরও পড়ুন:যুবভারতীতে ইস্টবেঙ্গলের দাপট, নর্থইস্টকে হারাল ৫-০ গোলে
