Tuesday, November 11, 2025

রাজ্য সঙ্গীত দিয়ে শুরু KIFF, মুখ্যমন্ত্রীর অনুরোধে তারকাখচিত মঞ্চে উৎসবের উদ্বোধন ‘ভাইজানের’

Date:

জিনা বন্দ্যোপাধ্যায়

বাংলার রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশ-বিদেশের চলচ্চিত্র জগরের তারকাদের উপস্থিতিতে KIFF শুরু হল। এবার চলচ্চিত্র উৎসবে প্রথম এলেন সল্লু ভাই সলমন খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুরোধে তিনিই এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন। সূচনায় ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি সমবেতভাবে গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর লেখা গানে, ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন দীক্ষামঞ্জরির শিল্পীরা।

উদ্বোধনের পর বেজে উঠল অরিজিৎ সিংয়ের গাওয়া থিম সং। বিশেষ অনুরোধে মঞ্চে গানের তালে পা মেলালেন সলমন, শত্রুঘ্ন সিনহা, অনিল কাপুর, সোনাক্ষি, মহেশ ভাট। উৎসাহ দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মঞ্চে তখন বসে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা- সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক, পরাণ বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, সোহম চক্রবর্তী-সহ টলিউডের একঝাঁক শিল্পী। ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বাংলার ব্রান্ড অ্যাম্বেসেডর তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিচালক সন্দীপ রায়, গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী।

মুখ্যমন্ত্রী আমন্ত্রণে এর আগে KIFF উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা। এবার এলেন সলমন খান। দেশের সেরা সুপারস্টার আগেও এসেছেন শহরে। ব্যক্তিগত কাজে অথবা অনুষ্ঠানে। সরকারি আমন্ত্রণে এই প্রথম। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের সময় ছিল বিকেল ৪টে। বেলা বারোটার আগেই বিভিন্ন গেটে জমতে শুরু করে ভিড়। সময় যত এগোয়, লাইন তত বাড়ে। পুলিশের তৎপরতা ছিল দেখার মতো। অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় পূর্ণ। মন্ত্রী, বিধায়ক সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের পাশাপাশি এসেছিলেন বিদেশি প্রতিনিধিরা। শহরের ২৩টি প্রেক্ষাগৃহে উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

 

 

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version