Sunday, May 4, 2025

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় কেন্দ্রকে তুলোধনা তৃণমূলের

Date:

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় আলোচনায় কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েনের নোটিশ ম়ঞ্জুর করে আলোচনায় সম্মতি দেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। মঙ্গলবার ডেরেক ও ব্রায়েন বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে তিনি নোটিশ দিতে চলেছেন । দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে যেখানে দেশের জনগনই শেষ কথা, সেখানে দেশের ৪০ শতাংশ সম্পদ রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের কব্জায়।

ডেরেকের কটাক্ষ, অর্থমন্ত্রীর চোখ দিয়ে দেশের অর্থনীতিকে দেখলে খুশি হওয়ার কথা। দেশের কোটিপতি, শেয়ার বাজারের চোখ দিয়ে অর্থনীতিকে দেখলেও খুশি হওয়ার কথা। তবে দেশের আম জনতার চোখ দিয়ে অর্থনীতিকে দেখলে বোঝা যাবে, ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে চালের দাম বেড়েছে ৫৬ শতাংশ, আটার দাম ৫৯ শতাংশ, দুধ ৬১ শতাংশ। যদিও ভোটের আগে গ্যাসের দাম কিছুটা কমেছে।

এরপরেই তিনি বাংলায় বলেন, “হাজার টাকায় রান্না হচ্ছে, বিনা পয়সার চাল। প্রধানমন্ত্রী রান্নার গ্যাস দিচ্ছেন ১০০০ টাকায়। যদি আপনি অর্থনীতিকে বাংলার হুগলি জেলার বাসিন্দা নুপুর হাটির চোখ দিয়ে দেখেন, তাহলে তিনি মনরেগার টাকা পাননি। ২১ লক্ষ মনরেগার শ্রমিকের চোখ দিয়ে দেখলে, তাঁরা মনরেগার টাকা পাননি। তাঁর কথায়, দেশের যে কোনও যুবকের চোখ দিয়ে দেশের অর্থনীতিকে দেখলে বোঝা যাবে, দেশের ২৫ শতাংশ অর্থাৎ এক চতুর্থাংশ যুব সমাজ বেকার হয়ে আছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ডেরেক প্রশ্ন করেন, গ্রামীণ মুল্যবৃদ্ধি শহরের থেকে বেশি হয়েছে গত ৬ বছরে। তাহলে কেন দৈনিক ১৫০ জন কৃষক আত্মহত্যা করেন? শেয়ার বাজার, কোটিপতিদের বাদ দিয়ে দেশের মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করার দাবি জনান তিনি। শিশুদের অপুষ্টি, সাধারণ মানুষের খাবার জোগারের সমস্যার কথা তুলে ধরেন তিনি।পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, দেশের অর্থনৈতিক বৃদ্ধির থেকে বাংলার বৃদ্ধি অনেক বেশি সমষ্টিগত ভাবে। বাংলার উন্নতির এবং বিজেপির শাসনের পরিসংখ্যান ভিত্তিক তুলনা তুলে ধরেন তিনি।

[25/10, 11:49 am] Chandan:

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version