Saturday, November 15, 2025

বিকট শব্দ, প্রচল কম্পন আর তারপরই পাহাড় ফেটে প্রবল গরম লাভার বর্ষণ। মুহূর্তে বদলে গেল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের (Sumatra Island) মাউন্ট মারাপি (Mount Marapi) সংলগ্ন এলাকা। স্থানীয় নাগরি লাসি গ্রামের মানুষ দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নিলেন। কিন্তু পাহাড়ের ওপর তখনও ৭৫ জন পর্বতারোহী (Mountaineer) যে রয়ে গিয়েছে! কী হল তাঁদের? দ্রুত পর্বতারোহীদের খোঁজে সার্চ পার্টি পাঠালো সুমাত্রা প্রশাসন। ততক্ষণে প্রায় ৪৯ জন গরম লাভা আর ছাইয়ের প্রভাবে আহত।

সুমাত্রার মাউন্ট মারাপি একটি সক্রিয় আগ্নেয়গিরি (Active volcano)। সরকারি অনুমতি নিয়ে সেখানে পর্বতারোহনেরও ব্যবস্থা রয়েছে। তবে আগ্নেয়গিরির গিরিমুখের কাছে যাওয়া নিয়ে রয়েছে সরকারি নিষেধাজ্ঞাও। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই শনিবার উঠে গিয়েছিল একদল পর্বতারোহী। তারপর রবিবার হঠাৎ অগ্নুৎপাত (Volcanic eruption) শুরু করে মারাপি। লাভার প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় ১.৫ কিমি এলাকা। কালো ধোঁয়া, গরম লাভার ছাইয়ে ঢেকে যায় তারও আশেপাশের এলাকা। শেষ খবর পাওয়া অনুযায়ী মঙ্গলবারও একটানা অগ্নুৎপাত করে চলেছে মারাপি।

মারাপি জেগে ওঠার পরই পর্বতারোহীদের খোঁজে উদ্ধারকারী দল পাঠায় প্রশাসন। সোমবার উদ্ধার হয় ১১ জন পর্বতারোহীর দেহ। মঙ্গলবার সকালেও উদ্ধার হয় ২ জনের দেহ। এখনও নিখোঁজ ১০ পর্বতারোহী। তবে ছাইয়ে ঢেকে যাওয়া ও দৃশ্যমানতা কম হওয়ার জন্য বারবার বাধা পাচ্ছে উদ্ধার কাজ। পর্বত থেকে স্ট্রেচারে করে এক এক করে নামাতে হচ্ছে মৃত ও আহতদের। নিখোঁজ পর্বতারোহীদের আত্মীয়রা এখনও পরিবারের মানুষের বেঁচে ফেরার আশায় উদ্ধারকারী দলের সঙ্গে অপেক্ষা করছেন। তবে মঙ্গলবারও অগ্নুৎপাত জারি রয়েছে মারাপি পর্বত থেকে।

Related articles

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...
Exit mobile version