Thursday, August 28, 2025

বিকট শব্দ, প্রচল কম্পন আর তারপরই পাহাড় ফেটে প্রবল গরম লাভার বর্ষণ। মুহূর্তে বদলে গেল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের (Sumatra Island) মাউন্ট মারাপি (Mount Marapi) সংলগ্ন এলাকা। স্থানীয় নাগরি লাসি গ্রামের মানুষ দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নিলেন। কিন্তু পাহাড়ের ওপর তখনও ৭৫ জন পর্বতারোহী (Mountaineer) যে রয়ে গিয়েছে! কী হল তাঁদের? দ্রুত পর্বতারোহীদের খোঁজে সার্চ পার্টি পাঠালো সুমাত্রা প্রশাসন। ততক্ষণে প্রায় ৪৯ জন গরম লাভা আর ছাইয়ের প্রভাবে আহত।

সুমাত্রার মাউন্ট মারাপি একটি সক্রিয় আগ্নেয়গিরি (Active volcano)। সরকারি অনুমতি নিয়ে সেখানে পর্বতারোহনেরও ব্যবস্থা রয়েছে। তবে আগ্নেয়গিরির গিরিমুখের কাছে যাওয়া নিয়ে রয়েছে সরকারি নিষেধাজ্ঞাও। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই শনিবার উঠে গিয়েছিল একদল পর্বতারোহী। তারপর রবিবার হঠাৎ অগ্নুৎপাত (Volcanic eruption) শুরু করে মারাপি। লাভার প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় ১.৫ কিমি এলাকা। কালো ধোঁয়া, গরম লাভার ছাইয়ে ঢেকে যায় তারও আশেপাশের এলাকা। শেষ খবর পাওয়া অনুযায়ী মঙ্গলবারও একটানা অগ্নুৎপাত করে চলেছে মারাপি।

মারাপি জেগে ওঠার পরই পর্বতারোহীদের খোঁজে উদ্ধারকারী দল পাঠায় প্রশাসন। সোমবার উদ্ধার হয় ১১ জন পর্বতারোহীর দেহ। মঙ্গলবার সকালেও উদ্ধার হয় ২ জনের দেহ। এখনও নিখোঁজ ১০ পর্বতারোহী। তবে ছাইয়ে ঢেকে যাওয়া ও দৃশ্যমানতা কম হওয়ার জন্য বারবার বাধা পাচ্ছে উদ্ধার কাজ। পর্বত থেকে স্ট্রেচারে করে এক এক করে নামাতে হচ্ছে মৃত ও আহতদের। নিখোঁজ পর্বতারোহীদের আত্মীয়রা এখনও পরিবারের মানুষের বেঁচে ফেরার আশায় উদ্ধারকারী দলের সঙ্গে অপেক্ষা করছেন। তবে মঙ্গলবারও অগ্নুৎপাত জারি রয়েছে মারাপি পর্বত থেকে।

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version