তৃণমূল সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র জানিয়েছেন, চার বছর আগে অর্থাত্ ২০১৯ সালের ৩০ আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে যাত্রা শুরু করেছিল ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল৷ এর পরে বিগত চার বছরে দেশের বিভিন্ন প্রান্তের অধিবাসী সাধারণ মানুষের তরফে এযাবদ ১২ লক্ষ ৭৭ হাজার সাইবার প্রতারণার অভিযোগ জমা পড়েছে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, ৩ লক্ষ ৮০ হাজার অভিযোগের সঙ্গে জড়িত ৯৩০ কোটি টাকা সুরক্ষিত করা গিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে গৃহীত উদ্যোগে৷ যদিও কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া এই উত্তরে অসন্তুষ্ট তৃণমূল সাংসদ মালা রায়ের পাল্টা প্রশ্ন, ‘৩ লক্ষ ৮০ হাজার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯৩০ কোটি টাকা বাঁচানো গিয়েছে, দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমি জানতে চাই, বাকি ৯ লক্ষ অভিযোগের কি হল ?
আরও পড়ুন- স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীকে চরম হে.নস্থার অ.ভিযোগ তিন যুবকের বি.রুদ্ধে!
