Tuesday, November 11, 2025

সম্প্রতি ক্রিকেট নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশ্বকাপ (World Cup Cricket) ফাইনালে ভারতের পরাজয়ে উৎসব পালন করতে দেখা গিয়েছে প্রতিবেশী দেশের অনেক জায়গায়। আবার বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া বাংলাদেশের খেলোয়াড়দের পাশেও দাঁড়াতে দেখা যায়নি বাঙালিকে। তারই মধ্যে হঠাৎ বুধবার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর (Obstructing the field) জেরে আউট বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। সেই ভিডিও ভাইরাল হতে বিন্দুমাত্র দেরি হয়নি। আর সেই সুযোগ যথার্থভাবে জনসচেতনতায় কাজে লাগিয়ে ফেলল কলকাতা পুলিশ (Kolkata Police)।

বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ড (New Zealand) দ্বিতীয় টেস্ট চলাকালীন একটি শর্ট বল খেলার পর বলটি ডেড হওয়ার আগে আচমকা হাত দিয়ে ধরে ফেলেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়দের আবেদনে তৃতীয় আম্পায়ার (Third umpire) ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের সিদ্ধান্ত জানান। শোরগোল পড়ে যায় ক্রিকেট বিশ্বে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও নজর এড়ায়নি কলকাতা পুলিশের। সম্প্রতি সাইবার প্রতারণা (Cyber threat) থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। সোশ্যাল মিডিয়াতেই বেশি করে সেই প্রচার চালানো হচ্ছে। মুশফিকুর রহিমের হাত দিয়ে বল ধরে আউট হওয়ার ঘটনাকে সাইবার প্রতারণার বিজ্ঞাপনে ব্যবহার করতে একটুও ভুল করেননি তাঁরা।

কলকাতা পুলিশের বিজ্ঞাপনে মুশফিকুরের গ্লাভস দিয়ে বল ধরার ছবি দিয়ে বলা হয়েছে বল ছুঁলেই গ্যাঁড়াকল। ঠিক সেই ভাবেই লিঙ্ক ছুঁলেও গ্যাঁড়াকল হবে। অর্থাৎ না জেনে বল ধরে যেভাবে আউট হয়েছেন প্রতিবেশী দেশের ক্রিকেটার, ঠিক সেভাবে অজানা লিঙ্কে ক্লিক করলে হবে বিপদ।

আরও পড়ুন- ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে নাগরিক অধিকার কাড়তে চাইছে কেন্দ্র!

Related articles

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...
Exit mobile version