Friday, November 28, 2025

নির্বাচনের ফলাফলে ‘ভরাডুবি’! ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কমল নাথ

Date:

Share post:

মধ্য প্রদেশে (Madhya Pradesh) বিজেপির (BJP) কাছে ধাক্কা খেয়েছে হাত শিবির। দলের এই পরাজয়ের দায় মাথা পেতে নিয়েছেন কংগ্রেস (Congress) হাইকম্যান্ড। আর হারের পরই এবার চরম সিদ্ধান্ত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath)। সূত্রের খবর, ব্যর্থতার দায় মাথায় নিয়ে এবার মধ্য প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। এমনই শোনা যাচ্ছে দলের অন্দরে কান পাতলেই।

উল্লেখ্য, মঙ্গলবারই দিল্লিতে দলের হাইকম্যান্ডের সঙ্গে দেখা করেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেও দেখা করেন তিনি। সূত্রের খবর, খাড়গের কাছেই মধ্য প্রদেশের জন্য নতুন রাজ্য সভাপতি খুঁজে নেওয়ার কথা জানিয়েছেন কমল নাথ। সূত্রের খবর, বুধবারই তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? জানা যাচ্ছে, দলের শীর্ষ নেতৃত্ব কমল নাথের উপরে বেজায় চটেছেন। আসন ভাগাভাগি নিয়ে সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার সহ ইন্ডিয়া জোটের একাধিক শরিকের সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তাতেই অসন্তুষ্ট কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর তার জেরেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

২৩০ আসন বিশিষ্ট মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ১৬৩টি আসন পেয়েছে। সেখানেই কংগ্রেস পেয়েছে মাত্র ৬৬টি আসন। তবে দলের এই পরাজয়ে কর্মীদের আশাহত না হয়ে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন কমল নাথ। তবে কমল নাথ দায়িত্ব ছাড়লে তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা একজন জানা যায়নি।

 

 

 

 

spot_img

Related articles

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...

মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

বাণিজ্যনগরীর পুরনিগমের নির্বাচন। আর তার আগে খসড়া ভোটার তালিকা তৈরি হতেই ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে হাত...

WPL নিলামে নজর কাড়লেন দীপ্তি শর্মা, বাংলা থেকে দল পেলেন কারা? জানুন সব তথ্য

বৃহস্পতিবার  দিল্লিতে হল মহিলাদের প্রিমিয়ার লিগের(WPL) নিলাম। একাধিক তারকা ক্রিকেটারের দিকে নজর ছিল। কারা দল পেলেন? কারা অবিক্রিত...