Thursday, November 6, 2025

নির্বাচনের ফলাফলে ‘ভরাডুবি’! ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কমল নাথ

Date:

Share post:

মধ্য প্রদেশে (Madhya Pradesh) বিজেপির (BJP) কাছে ধাক্কা খেয়েছে হাত শিবির। দলের এই পরাজয়ের দায় মাথা পেতে নিয়েছেন কংগ্রেস (Congress) হাইকম্যান্ড। আর হারের পরই এবার চরম সিদ্ধান্ত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath)। সূত্রের খবর, ব্যর্থতার দায় মাথায় নিয়ে এবার মধ্য প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। এমনই শোনা যাচ্ছে দলের অন্দরে কান পাতলেই।

উল্লেখ্য, মঙ্গলবারই দিল্লিতে দলের হাইকম্যান্ডের সঙ্গে দেখা করেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেও দেখা করেন তিনি। সূত্রের খবর, খাড়গের কাছেই মধ্য প্রদেশের জন্য নতুন রাজ্য সভাপতি খুঁজে নেওয়ার কথা জানিয়েছেন কমল নাথ। সূত্রের খবর, বুধবারই তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? জানা যাচ্ছে, দলের শীর্ষ নেতৃত্ব কমল নাথের উপরে বেজায় চটেছেন। আসন ভাগাভাগি নিয়ে সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার সহ ইন্ডিয়া জোটের একাধিক শরিকের সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তাতেই অসন্তুষ্ট কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর তার জেরেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

২৩০ আসন বিশিষ্ট মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ১৬৩টি আসন পেয়েছে। সেখানেই কংগ্রেস পেয়েছে মাত্র ৬৬টি আসন। তবে দলের এই পরাজয়ে কর্মীদের আশাহত না হয়ে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন কমল নাথ। তবে কমল নাথ দায়িত্ব ছাড়লে তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা একজন জানা যায়নি।

 

 

 

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...