Sunday, May 4, 2025

টিকিট ছিল না অথচ স্লিপার কোচে উঠে পড়েছেন যাত্রী। ‘অপরাধের’ মাশুল দিলেন প্রাণ দিয়ে। যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত টিকিট পরীক্ষকের (Travelling ticket examiner) বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে ওই যাত্রীর। পূর্ব মধ্য রেলের (East Central Railway) সমস্তিপুর ডিভিশনের ডিআরএম (DRM of Samastipur Division) বিনয় শ্রীবাস্তব জানান অভিযুক্ত টিকিট পরীক্ষককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রক্সৌল থেকে হাওড়াগামী মিথিলা এক্সপ্রেসে (Mithila Express) কলকাতা আসছিলেন বিহারের সমস্তিপুর জেলার টিকুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা নাভাল প্রসাদ(৪৩) নামে এক ব্যক্তি। সগৌলি স্টেশন থেকে বাকি ৯ সঙ্গীর সঙ্গে একটি স্লিপার কোচে (Sleeper coach) ওঠেন তিনি। ভোর সাড়ে তিনটে নাগাদ ওই কোচে আসেন টিকিট পরীক্ষক। সহযাত্রীদের দাবি, টিকিট পরীক্ষক টিকিট চাইলে নাভাল প্রসাদ তাঁর জেনারেল টিকিট দেখান। অভিযুক্ত ব্যক্তি তাঁর কাছে জরিমানা বাবদ ৮০০টাকা চাইলে দুজনের তর্ক শুরু হয়ে যায়।

সেই সময় উজিয়ারপুর (Ujiarpur) স্টেশন পাস করছিল ট্রেনটি। সেখানেই টিকিট পরীক্ষক নাভালকে ট্রেন থেকে ধাক্কা মারেন বলে সহযাত্রীদের দাবি। মাথায় গুরুতর চোট ও কাটা পা নিয়ে হাসপাতালে ভর্তি করা নাভালকে। চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর তদন্তে নামে রেল কর্তৃপক্ষ। উজিয়ারপুর স্টেশনের এসএইচও-র (SHO) বলছেন, বিনা টিকিটের যাত্রী নাভালকে ট্রেন থেকে নেমে যেতে বললে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। অভিযুক্ত টিকিট পরীক্ষক রাজকুমার শাহকে সাসপেন্ড করা হয়েছে।

Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version