Sunday, November 16, 2025

ভুয়ো জব কার্ড প্রসঙ্গে সাধ্বীর ‘ডিগবাজি’! ‘হাস্যকর’, বললেন সুদীপ

Date:

লোকসভায় নিজের দেওয়া প্রশ্নের জবাব নিজেই অস্বীকার করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বুধবার তৃণমূল সাংসদ দীপক অধিকারীর (দেব) এর লিখিত প্রশ্নে তিনি নিজেই পরিসংখ্যান দিয়েছিলেন, ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যদিও বুধবার সেই জবাব অস্বীকার করলেন নিরঞ্জন জ্যোতি। প্রথমে কোনওভাবেই এই জবাবের সত্যতা মানতে রাজি হননি তিনি। পরে সাংবাদিকরা তাঁকে জবাবের লিখিত নথি দেখালে তিনি বলেন, এই জবাব সংশোধন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বীর এমন ডিগবাজিকে হাস্যকর বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

৫ ডিসেম্বর তৃণমূল সাংসদ দেবের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পরিসংখ্যান দিয়ে সংসদে সাধ্বী জানিয়েছিলেন , সর্বাধিক ভুয়ো জব কার্ড রয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ অন্যান্য বিজেপির জোট রাজ্যে । পশ্চিমবঙ্গে সেই তুলনায় ভুয়ো জব কার্ড হোল্ডারদের সংখ্যা তলানিতে । বুধবার সংসদীয় পরিসরে এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করায় রীতিমতো আকাশ থেকে পড়েন সাধ্বী। বলেন, ‘এ রিপোর্ট ভ্রান্তিপূর্ণ। এ বিষয়ে কিছুই জানি না। বাংলাতেই ভুয়ো জব কার্ডের সংখ্যা সর্বাধিক, উত্তরপ্রদেশে নয়।’ বিষয়টি খতিয়ে দেখতে আপ্ত সহায়কদের নির্দেশও দেন তিনি এবং প্রকাশ্যেই বলেন এই জবাব সংশোধন করে দেওয়া হবে। সাধ্বীর এহেন ডিগবাজিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এইভাবে রিপোর্ট কখনও পাল্টানো যায় নাকি? রিপোর্ট তিনিই (সাধ্বী) তো দিয়েছেন। একবার সংসদে পেশ হয়ে গেলে সেটা সংসদেরই সম্পত্তি। কেন্দ্রীয় মন্ত্রীরা নিজেদেরই কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল নয়৷ এখন বিপদে পড়ে সুর পালটানোর চেষ্টা, হাস্যকর!’ বিজেপির প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীর এহেন চাঞ্চল্যকর অবস্থান বদলে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন- দিন-রাতের পার্থক্য বোঝে না: ‘প্রধানমন্ত্রী’ হিসেবে রাহুলে আস্থা ছিল না প্রণবের

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version