বাইপাসের ধারে অভিজাত বহুতলে আয়কর হা.না! ব্যবসায়ীর IT রিটার্ন ফাইল তল.ব!

কেন এই ব্যবসায়ীর বাড়িতে হা.না তা স্পষ্ট না হলেও, আয় বহির্ভূত সম্পত্তির স.ন্দেহে এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেন অফিসারেরা।

বৃহস্পতিবার সকালে শহরের অভিজাত এক আবাসনে আয়কর হানা (IT raid)। সূত্রের খবর আজ বাইপাসের ধারে ইটিসি লবির ১২৯ নম্বর ফ্ল্যাটে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান আয়কর দফতরের(Income Tax Officials) আধিকারিকরা। তাঁর ব্যবসা সংক্রান্ত নথি খতিয়ে দেখার পাশাপাশি আয়কর রিটার্ন ফাইল (IT file) তলব করা হয় বলে খবর।

সাত সকালে মহানগরীতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান নতুন কিছু নয়। কিন্তু কেন এই ব্যবসায়ীর বাড়িতে হানা তা স্পষ্ট না হলেও, আয় বহির্ভূত সম্পত্তির সন্দেহে এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেন অফিসারেরা। এমনটাই অন্তত সূত্র মারফত জানা যাচ্ছে। মূলত আয়কর দফতরের কর্তারা জানতে চাইছেন, এই ব্যক্তি কী ধরনের ব্যবসা করেন, আর্থিক কী কী লেনদেন হয়েছে, ব্যবসা কতদূর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি ব্যাঙ্কেরও নথিপত্র খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত তল্লাশি চলছে বলেই খবর।

Previous articleউত্তরবঙ্গগামী একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল! পর্যটন মরশুমে কলকাতা থেকে চলবে অতিরিক্ত বাস
Next articleফের বিতর্কে গম্ভীর, এবার ঝামেলায় জড়ালেন শ্রীসান্থের সঙ্গে