Saturday, August 23, 2025

বিজেপির দিশাহীন রাজনীতি, গোঘাট নিয়ে বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন কুণাল

Date:

হুগলির গোঘাটের চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ চলাকালীন থানার ওসি অশালীন ভাষা প্রয়োগ করেছেন,অভিযোগ করে বিরোধী দলনেতার টুইট নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন,যখন কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে কৃষক বন্ধুরা রাজধানীতে এক বছর ধরে রাস্তায় ধরনায় বসেছিলেন, তখন শুভেন্দু কোথায় ছিলেন? যখন উত্তরপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে ৬ জনকে মেরে ফেলে। তখন শুভেন্দুর টুইট কোথায় থাকে? প্রশ্ন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের।তার সাফ কথা, কৃষক বিরোধী বিজেপি সরকার, আর কৃষক বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়।বিচ্ছিন্নভাবে কোথায় কি হয়েছে সেটা প্রশাসন দেখছে।ঘোলা জলে মাছ ধরা বিজেপির দিশাহীন রাজনীতির ফল।

গোঘাটে কৃষকদের থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে কুইন্টাল প্রতি ধানে ৫ কেজি করে বাটা বাদ দেওয়ার অভিযোগ উঠেছে চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে। স্থানীয় ভিকদাস এলাকার কৃষকদের একাংশের দাবি, ধানের বাটা বাদ দেওয়ার সরকারি কোনও নিয়ম নেই। কিন্তু, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ধান কেনার সময় ময়লার অজুহাতে কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান চাইছেন চালকল মালিকদের একাংশ। তাঁদের দাবি, গত তিন দিন ধরে কুইন্টাল প্রতি ৩ কেজি অতিরিক্ত ধান দিচ্ছেন তাঁরা। কিন্তু, বুধবার কুইন্টাল পিছু ৫ কেজি বাটা বাদ দিয়ে সেই পরিমাণ অতিরিক্ত ধান চাওয়া হয়। প্রতিবাদে গোঘাটের কামারপুকুর রাজ্য সড়ক অবরোধ করেন কৃষকদের একাংশ।

যদিও কিছুক্ষণ পরই প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। কিন্তু ঘোলাজলে মাছ ধরতে এবং বিভ্রান্তি ছড়াতে আসরে নামেন বিরোধী দলনেতা।এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ফুটেজ পোস্ট করে তিনি মনগড়া মন্তব্য করতে থাকেন।অবশ্য তার এই মন্তব্যকে পাত্তা দিতে নারাজ তৃণমূল।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version