হুগলির গোঘাটের চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ চলাকালীন থানার ওসি অশালীন ভাষা প্রয়োগ করেছেন,অভিযোগ করে বিরোধী দলনেতার টুইট নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন,যখন কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে কৃষক বন্ধুরা রাজধানীতে এক বছর ধরে রাস্তায় ধরনায় বসেছিলেন, তখন শুভেন্দু কোথায় ছিলেন? যখন উত্তরপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে ৬ জনকে মেরে ফেলে। তখন শুভেন্দুর টুইট কোথায় থাকে? প্রশ্ন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের।তার সাফ কথা, কৃষক বিরোধী বিজেপি সরকার, আর কৃষক বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়।বিচ্ছিন্নভাবে কোথায় কি হয়েছে সেটা প্রশাসন দেখছে।ঘোলা জলে মাছ ধরা বিজেপির দিশাহীন রাজনীতির ফল।
গোঘাটে কৃষকদের থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে কুইন্টাল প্রতি ধানে ৫ কেজি করে বাটা বাদ দেওয়ার অভিযোগ উঠেছে চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে। স্থানীয় ভিকদাস এলাকার কৃষকদের একাংশের দাবি, ধানের বাটা বাদ দেওয়ার সরকারি কোনও নিয়ম নেই।
যদিও কিছুক্ষণ পরই প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। কিন্তু ঘোলাজলে মাছ ধরতে এবং বিভ্রান্তি ছড়াতে আসরে নামেন বিরোধী দলনেতা।এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ফুটেজ পোস্ট করে তিনি মনগড়া মন্তব্য করতে থাকেন।অবশ্য তার এই মন্তব্যকে পাত্তা দিতে নারাজ তৃণমূল।