Saturday, November 1, 2025

বিজেপির দিশাহীন রাজনীতি, গোঘাট নিয়ে বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন কুণাল

Date:

হুগলির গোঘাটের চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ চলাকালীন থানার ওসি অশালীন ভাষা প্রয়োগ করেছেন,অভিযোগ করে বিরোধী দলনেতার টুইট নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন,যখন কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে কৃষক বন্ধুরা রাজধানীতে এক বছর ধরে রাস্তায় ধরনায় বসেছিলেন, তখন শুভেন্দু কোথায় ছিলেন? যখন উত্তরপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে ৬ জনকে মেরে ফেলে। তখন শুভেন্দুর টুইট কোথায় থাকে? প্রশ্ন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের।তার সাফ কথা, কৃষক বিরোধী বিজেপি সরকার, আর কৃষক বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়।বিচ্ছিন্নভাবে কোথায় কি হয়েছে সেটা প্রশাসন দেখছে।ঘোলা জলে মাছ ধরা বিজেপির দিশাহীন রাজনীতির ফল।

গোঘাটে কৃষকদের থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে কুইন্টাল প্রতি ধানে ৫ কেজি করে বাটা বাদ দেওয়ার অভিযোগ উঠেছে চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে। স্থানীয় ভিকদাস এলাকার কৃষকদের একাংশের দাবি, ধানের বাটা বাদ দেওয়ার সরকারি কোনও নিয়ম নেই। কিন্তু, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ধান কেনার সময় ময়লার অজুহাতে কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান চাইছেন চালকল মালিকদের একাংশ। তাঁদের দাবি, গত তিন দিন ধরে কুইন্টাল প্রতি ৩ কেজি অতিরিক্ত ধান দিচ্ছেন তাঁরা। কিন্তু, বুধবার কুইন্টাল পিছু ৫ কেজি বাটা বাদ দিয়ে সেই পরিমাণ অতিরিক্ত ধান চাওয়া হয়। প্রতিবাদে গোঘাটের কামারপুকুর রাজ্য সড়ক অবরোধ করেন কৃষকদের একাংশ।

যদিও কিছুক্ষণ পরই প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। কিন্তু ঘোলাজলে মাছ ধরতে এবং বিভ্রান্তি ছড়াতে আসরে নামেন বিরোধী দলনেতা।এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ফুটেজ পোস্ট করে তিনি মনগড়া মন্তব্য করতে থাকেন।অবশ্য তার এই মন্তব্যকে পাত্তা দিতে নারাজ তৃণমূল।

 

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...
Exit mobile version