Tuesday, August 26, 2025

কলকাতার মুকুটে জুড়ল আরও একটি পালক। কয়েকদিন আগেই কেন্দ্রীয় রিপোর্টে কলকাতা দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহরের তকমা পেয়েছে। এবার বিদেশি সংস্থার সমীক্ষাতেও কলকাতার নাম উঠে এল বিশ্বের সেরা ২৪ শহরের তালিকায়। নেদারল্যান্ডসের একটি সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, কলকাতা খুব শীঘ্রই তথ্যপ্রযুক্তি হাব হয়ে উঠবে। তথ্যপ্রযুক্তি হাব হয়ে ওঠার আদর্শ বিশ্বের ২৪টি তথ্যপ্রযুক্তি হাবের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে রয়েছে মহানগরী কলকাতা। নেদারল্যান্ডসের ব্যবসায়িক উপদেষ্টা সংস্থা বিসিআই গ্লোবালের তরফে তৈরি করা রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে বহু সংস্থা ‘ওয়ার্ক ফ্রম হোম’ ছেড়ে অফিসে গিয়ে কাজে আগ্রহী। ফলে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি নিজেদের অফিস খুলতে চাইছে। আর এই অফিস খোলার জন্য পছন্দের তালিকায় রয়েছে কলকাতার মতো শহরও।

আইটি হাবের জন্য যে জায়গাগুলি প্রসিদ্ধ তা হল বেঙ্গালুরু, হায়দরবাদের মতো শহর। কিন্তু এখন হাব হয়ে হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে যে শহরগুলির, তা নিয়ে নেদারল্যান্ডসের ওই সমীক্ষক সংস্থা একটি রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, আইটি হাব গড়তে নতুন কয়েকটি পছন্দের শহর বেছে নেওয়া হয়েছে। বিশ্বের ২৪টি শহর বেছে নেওয়া হয়েছে সমীক্ষায়। তার মধ্যে আছে কলকাতা। এছাড়া দেশের আর একটি শহরও রয়েছে। তা হল ত্রিবান্দ্রম।

সমীক্ষক সংস্থার রিপোর্টে বলা হয়েছে, কলকাতায় প্রচুর প্রশিক্ষিত আইটি কর্মী রয়েছেন। আইটি হাব গড়ে তোলার সদিচ্ছাও রয়েছে কলকাতা তথা বাংলার কর্মীদের। বাংলা ২০২২ সালে ‘ইজ অফ ডুয়িং বিজনেসে’র তালিকার শীর্ষস্থান দখল করেছে। একাধিক বহুজাতিক কোম্পানি কলকাতায় আসতে শুরু করেছে। ফলে আইটি হাব গড়ে ওঠার আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বাংলায়. সেই নিরিখে বিশ্বের ২৪ সেরা শহরের তালিকায় স্থান পাওয়া যথেষ্ট তাযপর্যপূর্ণ।

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version