Thursday, August 21, 2025

নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই, রাজ্যে কবে জাঁকিয়ে শীত? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

ডিসেম্বর (December) শেষ হতে চললেও এখনও শীতের (Winter) দেখা নেই। সঠিক সময়ে শীত না পড়ায় সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে? এবার সেই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)। শুক্রবার হাওয়া অফিস সাফ জানিয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) দুর্য়োগ কাটতেই কলকাতা (Kolkata) সহ দুই বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই নামতে শুরু করেছে পারদ। এদিন আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার থেকে আর বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। ধীরে ধীরে কেটে যাবে মেঘ।

তবে শনিবার থেকেই দেখা মিলবে ঝকঝকে পরিষ্কার আকাশ। সঙ্গে রাজ্যে প্রবেশ করবে আরও উত্তুরে হাওয়া। যার দাপটে এক ধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নেমে যেতে পারে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন পারদ ছুঁতে পারে ১১ ডিগ্রিতে। তবে রোদ উঠলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার রোদ ওঠার পর থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত।

এদিকে শুক্রবার সকালেও একাধিক জেলায় বৃষ্টি হয়েছে বলে খবর। ঘন কুয়াশায় ঢেকেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। সঙ্গে বইছে ঠাণ্ডা হাওয়া। তবে এদিন হাওয়া অফিস জানিয়েছে, চলতি বছরে শীতের পথে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল আবহাওয়ার খামখেয়ালিপনা। মিধলি এবং মিগজাউম, পরপর দুটি ঘূর্ণিঝড়ের দাপটে শীত যেন বঙ্গে প্রবেশই করতে পারছিল না। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আপাতত সেরকম আর কোনও বাধা নেই।

 

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...