Friday, November 14, 2025

মহুয়ার পাশে দাঁড়ানোর শাস্তি? সাংসদ দানিশ আলিকে সাসপেন্ড মায়াবতীর

Date:

শুরু থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিএসপি সাংসদ দানিশ আলি। এমনকি সংসদে তাঁর জাত-ধর্ম নিয়ে কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। এসব নিয়ে অবশ্য একটি শব্দও খরচ করতে দেখা যায়নি মায়াবতীকে। তবে প্রকাশ্যে বিজেপি বিরোধিতা ও ইন্ডিয়া জোটের পাশে দাঁড়ানোয় মায়াবতীর রোষের মুখে পড়লেন দানিশ। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে সাসপেন্ড করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। যদিও রাজনৈতিক মহলের দাবি, বিজেপি বিরোধী মুখ হয়ে ওঠায় মায়াবতীর রোষের মুখে পড়লেন দানিশ?

প্রকাশ্যে না হলেও জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরেই কানাঘুষো তলে তলে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিএসপির। রাজ্যে রাজ্যে নির্বাচনে বিজেপির সুবিধা করে দিতে ভোট কাটুয়া হিসেবে বিএসপিকে ব্যবহার করে বিজেপি। তবে বর্তমানে খাতায় কলমে বিএসপি দলীয় নীতি কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সমদূরত্ব। ইন্ডিয়া জোটের সঙ্গেও দুরত্ব বজায় রেখেছেন মায়াবতী। তবে দলের সাংসদের এমন ইন্ডিয়া জোটের ঘনিষ্ঠতা ভালোভাবে নিলো না দল। জানা যাচ্ছে, মহুয়ার পাশে দাঁড়ানো ও কংগ্রেস ঘনিষ্ঠতার অভিযোগেই দানিশকে সাসপেন্ড করেছেন মায়াবতী। বিএসপির সাধারণ সম্পাদক সতীশ মিশ্র দানিশকে চিঠি দিয়ে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ফলে আমরোহার সাংসদ আপাতত দলহীন। এদিকে দানিশ আলিকে সাসপেন্ড করার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের দাবি, মহুয়া ইস্যুতে সরকার বিরোধিতা ও বিজেপি সাংসদ রমেশ বিধুরির বিরুদ্ধে দানিশের তৎপর হওয়া রীতিমতো অস্বস্তির কারণ হয়ে উঠেছিল বিজেপির জন্য, যার জেরে চাপ বাড়ে মায়াবতীর উপর। সেই কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, দানিশ আলি রাজনৈতিক কেরিয়ার শুরু করেন দেবেগৌড়ার দল জেডি(এস) থেকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে দেবেগৌড়ার সম্মতিক্রমেই উত্তরপ্রদেশের আমরোহা থেকে বিএসপির টিকিটে ভোটে লড়েন দানিশ। বিজেপির প্রবল হাওয়ার মধ্যেও তিনি ওই মুসলিম অধ্যুষিত আসনটি জেতেন ৬৩ হাজার ভোটে। সেবার সমাজবাদী পার্টির সঙ্গে জোট ছিল বিএসপির। রাজনৈতিক মহলে জল্পনা, বিএসপি থেকে সাসপেন্ড হওয়া সাংসদ কংগ্রেসে বা সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন।

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version