Monday, August 25, 2025

উধাও ১৫ কুইন্ট্যাল চাল! অ.ভিযোগ পেয়েই রেশন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ক.ড়া পদক্ষেপ খাদ্য দফতরের

Date:

ডিস্ট্রিবিউটরের (Distributor) বিরুদ্ধে রেশনের (Ration) চাল (Rice) পাচারের অভিযোগ। আর তা সামনে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন। অভিযোগ পেতেই ওই ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড (Suspend) এবং শোকজ (Show cause) করেছে জেলা খাদ্য দফতর। পাশাপাশি জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর। শনিবার দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল পাচারের অভিযোগ ওঠে এক ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ডিস্ট্রিবিউটর অমিত কুমার ভকত। তার খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি।

জেলাশাসক সুমিত গুপ্তার অভিযোগ, রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল ১০০ জন রেশন ডিলারকে ডিস্ট্রিবিউটার করার কথা ছিল। অভিযুক্ত ডিস্ট্রিবিউটর ওই চাল সরবরাহ করেননি। উল্টে তা পাচার করে দিয়েছে। জেলাশাসক আরও জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া অভিযুক্ত ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে এফআইআর রুজু করতে চলেছে পুলিশ।

তবে শুধু দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ নয়, এদিন হাওড়ার ডোমজুড়েও ফের রেশনের আটায় পোকা কিলবিল করতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রাহকদের অভিযোগ, শনিবার রেশনে মেয়াদ উত্তীর্ণ আটা বিলি করা হয়। প্যাকেট খুলতেই দেখা যায়, পোকা কিলবিল করছে। গ্রাহকরা জানিয়েছেন রেশন ডিলার সরকারের থেকে সদ্য পাওয়া আটা চড়া দামে বাজারে বিক্রি করে তাঁদের মেয়াদ উত্তীর্ণ আটা দিচ্ছে। যদিও অভিযোগ সামনে আসতেই ওই রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে প্রশাসন।

 

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version