Monday, August 25, 2025

ইজরায়েল-প্যালেস্তাইন বর্তমান পরিস্থিতিতে ভারত যে প্যালেস্তাইনের (Palestine) পাশেই আছে তা বরাবর জানিয়ে এসেছে ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ সতায়েহ-কে ফোনে আবারও সেই আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। পাশাপাশি জঙ্গি গোষ্ঠী হামাসের (Hamas) বিরোধিতার কথাও স্পষ্ট করে দিয়েছেন জয়শংকর।

শনিবার রাতে দেশের বিদেশমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ সতায়েহর সঙ্গে কথা হওয়ার বিষয়টি। তিনি লিখেছেন, ফোনে গাজা ও ওয়েস্টব্যাঙ্কের শোচনীয় অবস্থার কথা জানিয়েছেন সতায়েহ। উত্তরে বিদেশমন্ত্রকের তরফে বরাবরের মতো প্যালেস্তাইন পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতের প্রয়োজনে যোগাযোগেরও আশ্বাস দেওয়া হয়েছে। এর আগেও রাষ্ট্রসংঘের (United Nations) বৈঠকে প্যালেস্তাইনের সার্বভৌমত্বের দাবি জোরালোভাবে পেশ করেছেন ভারতের প্রতিনিধি।

প্যালেস্তাইনের পক্ষ থেকে ফোনটি এমন পরিস্থিতিতে এসেছে যখন রাষ্ট্রসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব ‘লোকদেখানো’ দাবি করে ভেটো আনে। অন্যদিকে গাজার পর ওয়েস্টব্যাঙ্কে হামলা চালিয়ে হামাসকে একরকম কোণঠাসা করে ফেলেছে ইজরায়েল। সেখানে ভারত সবসময়ই আলোচনার মাধ্যমে দুপক্ষের শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়ে এসেছে। হামাসের আক্রমণের নিন্দা করলেও শনিবার ফের প্যালেস্তাইনের পাশে থাকার ভারতের বার্তা বিশ্ব রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version