Thursday, November 6, 2025

মঙ্গল কামনায় দু’হাজার কণ্ঠে গীতা পাঠ শুরু মাহেশের জগন্নাথ মন্দিরে

Date:

দেশ ও রাজ্যের মঙ্গল কামনায় বিশ্বশান্তি যজ্ঞের পাশাপাশি প্রায় দু’হাজার কণ্ঠে গীতা পাঠ শুরু হয়েছে মাহেশের জগন্নাথ মন্দিরে।রবিবার মাহেশের শতাব্দী প্রাচীন ওই মন্দিরে বসেছে গীতা পাঠের আসর ।রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্ত ও গীতাপ্রেমীরা ওই পাঠে অংশ নিচ্ছেন।সকালে হোম যঞ্জের পর সকাল ১০ টা থেকে শুরু হয়েছে গীতা পাঠ।সেখানে অনুষ্ঠানের সূচনা করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার , যজ্ঞে বসেন  সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত আছেন বিধায়ক সুদীপ্ত রায়,প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন।উপস্থিত রয়েছেন জেলা শাসক,মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা।পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, শোনা যায় এখানে চৈতন্যদেব নিজে এসেছিলেন। অনেক মহাপুরুষের পদস্পর্শ হয়েছে। সারা বছরই এই মন্দিরে কিছু না কিছু থাকে। আজ যে গীতাপাঠের অনুষ্ঠান করা হয়েছে তা ঠিক হয়েছে প্রায় তিন মাস আগে। 

মন্দিরের প্রধান সেবাইয়েত সৌমেন অধিকারী বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশকে পর্যটন কেন্দ্রের আওতায় আনার পরেই জগন্নাথ মন্দির ও রথের খ্যাতি আরও ছড়িয়েছে।তাই দেশ ও রাজ্যের কল্যাণে এই আয়োজন।জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেন,গীতার ১৮ টি অধ্যয়ের মধ্যে প্রথম,দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ ও অষ্টাদশ অধ্যয় পাঠ হবে।সমস্ত ভক্ত ও নাগরিকেরা আগে থেকেই মন্দিরে আসতে শুরু করেছেন।পুলিশ ও প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা নতুন কিছু নয়।রাজ্যের শান্তি কামনা করে এখানে গীতা পাঠ হয়। মমতাদির নির্দেশে এবারও বিশ্ব ও রাজ্যের শান্তির উদ্দেশে এই যজ্ঞ এবং গীতা পাঠের আযোজন করা হয়েছে। মানুষের উৎসাহ নজরকাড়া।

 

Related articles

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...
Exit mobile version