Saturday, May 3, 2025

যোগীরাজ্যে ভ.য়াবহ পথ দু.র্ঘটনা! ট্রাকের সঙ্গে ধাক্কায় গাড়িতে আ.গুন, পু.ড়ে মৃ.ত্যু ৮ জনের

Date:

গভীর রাতে হাইওয়ের (Highway) উপর ভয়াবহ পথ দুর্ঘটনা যোগীরাজ্যে (Yogi State)। ট্রাকের (Truck) সঙ্গে সংঘর্ষের জেরে আগুন (Fire) লেগে যায় গাড়িতে। অবস্থা এমনই যে, গাড়ির দরজা, কাঁচ সবই আটকে যায়। শেষে অগ্নিদগ্ধ হয়ে গাড়ির ভিতরেই মৃত্যু হল শিশু-সহ ৮ জনের। মাঝরাতে ফাঁকা হাইওয়ের (Highway) উপর যখন গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে, তখন তাঁদের বাঁচানোর জন্য আশেপাশে কেউ নেই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বরেলি-নৈনিতাল হাইওয়ের উপর ভোজিপুরার কাছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে উত্তরপ্রদেশ থেকে আসা গাড়িটির আচমকাই টায়ার ফেটে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের উল্টোদিকের লেনে ঢুকে যায় গাড়িটি। সেই সময়ই ওই লেন দিয়ে হরিদ্বার থেকে বালি বোঝাই একটি ডাম্পার আসছিল। ট্রাকটির গতি বেশি থাকায় ব্রেক কষা সম্ভব হয়নি। সজোরে সংঘর্ষ হয় গাড়িটির সঙ্গে। তবে ধাক্কা মারার পরও গাড়িটিকে কিছুটা টেনে নিয়ে যায় ট্রাকটি। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। সংঘর্ষের জেরে গাড়ির সবকটি দরজার লকই বিকল হয়ে যাওয়ায় দরজা খোলেনি বলে খবর। ফলে গাড়ির ভিতরেই আটকে পড়েন এক শিশু সহ আটজন যাত্রী। আর গাড়ির ভিতরেই পুড়ে সকলের মৃত্যু হয়। আগুন ধরে যায় ট্রাকটিতেও।

পুলিশ সূত্রে খবর, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন একই পরিবারের আট সদস্য। সকলেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যে তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল। তবে ঘাতক গাড়ির চালক এখনও পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে।

 

 

 

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version