Thursday, January 8, 2026

KIFF: উৎসবের শেষ ‘সিনে আড্ডা’য় সুরেলা মেজাজ! গান-সিনেমার সমীকরণে সঙ্গীতশিল্পীরা

Date:

Share post:

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার শেষ লগ্নে পৌঁছে গেল। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে কিছুটা হলেও মন খারাপের মেজাজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে। আগামিকাল কিফের সমাপ্তি। তাই আজ জমজমাট সিনে আড্ডায় একেবারে সুরেলা সফর। আলোচনার বিষয় ছিল – ‘গানের জন্য সিনেমা না সিনেমার জন্য গান?’ বড় কঠিন প্রশ্ন। উত্তর খুঁজতে গিয়ে অনুষ্ঠানের সূচনায় উৎসবের গ্র্যান্ড ফিনালের ইঙ্গিত দিলেন জয় সরকার। মঞ্চ তখন ঝলমল করছে ঊষা উত্থুপ (Usha Utthup), সুরজিৎ চট্টোপাধ্যায়(Surajit Chatterjee), রাঘব চট্টোপাধ্যায় (Raghab Chatterjee), ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradip Dasgupta), ইমন চক্রবর্তী (Iman Chakraborty), পৌষালী বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা ভট্টাচার্য, অর্কদ্বীপ মিশ্র ও অনুষ্কা পাত্র। গানের আড্ডায় আজ কথা কম গান বেশি।

শুরুতেই এই প্রজন্মের শিল্পী অনুষ্কাকে সিনেমার গান গাইতে অনুরোধ করেন জয়। সুরকার – পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত জানান, গানের সিনেমাকে দরকার, সিনেমার গানকে প্রয়োজন হয় না। এটা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হয় বটে কিন্তু অবিচ্ছেদ্য অংশ নয়। এরপরই ইমনের অনুরোধে তিনি গেয়ে ওঠেন ‘বিসমিল্লাহ’র টাইটেল ট্র্যাক ‘শেষ বলে কিছু নেই ‘। গলা মেলালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা। এই প্রজন্মের শিল্পীদের সঙ্গে কথোপকথনের মাঝে গান এবং সিনেমার যোগসূত্র তৈরি করতে চাইলেন সুরজিৎ। একই কথা সমর্থন করেন ইমন। গায়িকার জীবন পাল্টে দেয় ‘প্রাক্তন’ সিনেমা। এক গানে বদলে গেছে তাঁর সুরের ভুবন। তাই গানের সপক্ষেই সওয়াল করেন তিনি। আড্ডা এগিয়ে চলে ‘রঙ্গবতী’র তালে।

রাঘব চট্টোপাধ্যায় গানের মর্মাথের দিকে জোর দেন। Sound of Music শোনান ঊষা উত্থুপ।আজকের সিনে আড্ডায় সবথেকে বেশি উচ্ছ্বাস চোখে পড়ল সাধারণ মানুষের মধ্যে। কারণটা খুব স্পষ্ট। এতগুলো দিনের মধ্যে একেবারে শেষ লগ্নে এসে নাচে গানে জমজমাট হয়ে গেল চলচ্চিত্র উৎসবের মঞ্চ। রাত বাড়ছে, সঙ্গে শীত শীত অনুভূতির মাঝেও একগাল হাসি আর তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছেন দর্শকরা। উৎসব পূর্ণতা পেল ১০০%।


spot_img

Related articles

এসআইআর হিয়ারিং আতঙ্কে রায়গঞ্জে আত্মঘাতী ১

বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) অপরিকল্পিত এসআইআরের (SIR ) মাশুল দিচ্ছে বাংলার মানুষ। আতঙ্কের জেরে ফের...

বিজেপি-রাজ্যে বিপন্ন বাঙালি, বাংলাদেশি তকমা লাগিয়ে ১৪ জন সদস্যকে পুশব্যাক বাংলাদেশে 

বিজেপিশাসিত ওড়িশায় ফের বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করা হল ১৪ জন বাঙালিকে। বাংলায় কথা বলার অপরাধে গোটা পরিবারকে...

মোদির ‘নয়া জুমলা’! বিহারে ভোট-জয় শেষ, বন্ধ মহিলাদের ১০ হাজার টাকার প্রকল্প 

বিহারে ভোট শেষ প্রকল্পের টাকা দেওয়াও বন্ধ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র! বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণার ১০ দিন আগে এই...

তৃণমূল কংগ্রেসের নথি নিতে এসেছে ইডি, প্রতীকের বাড়ির বাইরে ফাইল হাতে বিস্ফোরক মমতা 

আইপ্যাকের (IPAC) কর্ণধারের বাড়িতে তৃণমূলের নথি নিতে এসেছেন ইডি আধিকারিকরা, বৃহস্পতিবার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি থেকে বেরিয়ে...