Wednesday, August 27, 2025

বাঘ বাগে আনার সমস্ত আয়োজন তৈরি ছিল। খাঁচায় টোপ হিসেবে বাঁধা ছিল ছাগলও। কিন্তু বনদফতরের সেই পাতা ফাঁদে পা দেয়নি বাঘ। দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের বাঘটি অধরাই ছিল। তবে বনদফতরের পাতা জালে বাঘের আঁচড় দেখতে পাওয়া যায় সোমবার সকালেও।

বাঘটি ফের জঙ্গলের ভিতর গা-ঢাকা দিয়েছে বলে মনে করা হচ্ছিল। তাই আবারও জঙ্গলে তল্লাশিতে নামেন বনকর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে এল সাফল্য। শেষ হল বনদফতরে অভিযান। লোকালয় থেকে ফের জঙ্গলে ফিরল বাঘ। সকাল থেকেই আবার বাঘের খোঁজে তল্লাশি শুরু হয়। আচমকাই বাঘটির দেখা মেলে। বাজি-পটকা ফাটিয়ে, হইহুল্লোর করে তাকে তাড়িয়ে জঙ্গলের দিকে পাঠানোর উদ্যোগ নেন বনকর্মীরা। একসময় বাঘটি বনকর্মীদের দিকে তেড়েও আসে। কিন্তু শেষমেশ বাজি-পটকার আওয়াজে ভয় পেয়ে নদী পেরিয়ে সুন্দরবনের আজমালমারি তিন জঙ্গলে ফিরে যায় বাঘ।বাঘটি জঙ্গলে ফেরায়স্বস্তিতে বনদফতরের কর্মী থেকে স্থানীয় মানুষ সকলেই।

উল্লেখ্য, গত শনিবার আচমকা লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের আধিকারিকরা। পায়ের ছাপ ও অন্যান্য আভাস পাওয়া গেলেও বাঘটির দেখা মিলছিল না। তাই প্রথমে ফাঁদ পাতা হয়। বাঘটি সেই ফাঁদে পা না দেওয়ায় নিজেরাই তল্লাশি শুরু করেন বনকর্মীরা। অন্যদিকে, এদিনইপাথরপ্রতিমায় লোকালয়ের কাছে বাঘের ফের পায়ের ছাপ দেখা গিয়েছে।

আরও পড়ুন:Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version