বাংলার উত্তর এখন আর অবহেলিত নয়: এলাকা ধরে উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলার উত্তরে উন্নয়নের জোয়ার। মঙ্গলবার, শিলিগুড়িতে সরকারি প্রদান অনুষ্ঠান থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে এলাকা ধরে ধরে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠান থেকেই ৪৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির উন্নয়নে তাঁর সরকার কী কী কাজ করেছে এবং আগামী দিন কী পরিকল্পনা নেওয়া হয়েছে- তার খতিয়ানও তুলে ধরেন। অনুষ্ঠানমঞ্চ থেকে ১২ হাজার মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়া হয়। তিনি বলেন, “আগে যখন শিলিগুড়ি আসতাম কতক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকতে হত। এখন কত রাস্তা হয়েছে।“

এদিন শিলিগুড়িতে ফের বস্তির নাম পরিবর্তনের প্রসঙ্গ তোলেন মমতা (Mamata Banerjee)। বলেন, “আগে আমরা বস্তি এলাকা বলতাম। কথাটা ভালো লাগে না শুনতে। তাঁদের ছেলে মেয়েরা অনেক ভালো পড়াশোনা করছে। তাঁরা অনেক ভালো মানুষ। গরীব হওয়াটা অপরাধ নয়। তাই তাঁদের আমরা নাম দিচ্ছি উত্তরণ। এক একটা বস্তির নম্বর দিয়ে উত্তরণ বলে নামকরণ করা হবে। আর উদ্বাস্তু কলোনির নাম হবে স্থায়ী ঠিকানা।“ এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। ৬০ বছর বয়স হয়ে গেলে ওল্ডেজ পেনশন হিসাবে পেয়ে যাবেন। আমরা রাজনীতি কম করি, উন্নতি বেশি করি। কেউ কেউ আছে, সারাদিন কুৎসা করে, গালাগাল দেয়। মনে রাখবেন, খারাপ কথা বললে মন খারাপ হয়। ইতিবাচক মনোভাবের ক্ষতি হয়।“

এদিন সভামঞ্চ থেকে-

  • মোট ৪৭টি প্রকল্পের উদ্বোধন করা হয়। সেটার জন্য খরচ হবে ১,১৪৯.১২ কোটি টাকার বেশি।
  • শিলান্যাস হল প্রায় ১৫০ কোটি টাকার প্রকল্পের।
  • মাটিগাড়ায় ক্যানসার কেয়ার হাসপাতাল তৈরি হচ্ছে।
  • ৫১১ কোটি টাকায় শিলিগুড়ি পুরনিগমের অধীনে জলপ্রকল্পের সম্প্রসারণ করছে রাজ্য।
  • ১২,০০০ মানুষের কাছে সরাসরি কোনও না কোনও পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

Previous articleউচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদের কাউন্সেলিং চলবে,নির্দেশ সুপ্রিম কোর্টের
Next articleKIFF: কলকাতার চি.ন্তাশক্তিকে কুর্নিশ, চলচ্চিত্র উৎসবে আপ্লুত অদিতি রাও হায়দারি