KIFF: কলকাতার চি.ন্তাশক্তিকে কুর্নিশ, চলচ্চিত্র উৎসবে আপ্লুত অদিতি রাও হায়দারি

সব ভাষাতেই কাজ করেছেন, শুধু বাদ থেকে গেছে বাংলা। এবার বাঙালি সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন অদিতি।

শেষলগ্নে দুর্দান্ত সারপ্রাইজ, ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ বিকেলে KIFF প্রাঙ্গণে এলেন বিখ্যাত অভিনেত্রী অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)। কথার শুরুতেই তাঁর মুখে কলকাতার শুক্ত আর চচ্চড়ির প্রসঙ্গ। এতটাই গভীর ভালবাসা এই শহরের সঙ্গে। নিজে কখনও এখানে থাকেননি কিন্তু মায়ের সুবাদে তিলোত্তমায় বেশ আনাগোনা চলেছে। সব ভাষাতেই কাজ করেছেন, শুধু বাদ থেকে গেছে বাংলা। এবার বাঙালি সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন অদিতি।

সলমন খান থেকে অনিল কাপুর, সৌরভ শুক্লা থেকে মনোজ বাজপেয়ী – এবারের সিনে উৎসবে এমন অতিথিরা এসেছেন যাঁরা ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি কন্টেম্পরারি সিনেমায় নজির গড়েছেন। শেষপাতে যেন মধুরেন সমাপয়েত ঘটালেন অদিতি রাও হায়দারি। এবছর তাঁকে মাস্টারক্লাসে পাওয়া যায়নি, সেই আক্ষেপ মেটালেন পরিচালক অরিন্দম শীল ও সুদেষ্ণা রায় (Arindam Shil and Sudesha Roy)। অরিন্দম জানান, ‘হর হর ব্যোমকেশ’ সিনেমায় অদিতির সঙ্গে তাঁর কাজ করার কথা ছিল। কিন্তু সেটা কোনও কারণে সম্ভব হয়নি। পরিচালক জানতে চান, যে মিউজিক এবং আর্ট কি একজন অভিনেত্রীর ভিত মজবুত করে? অদিতির অকপট উত্তর , “পরিচালক আমাকে উদ্বুদ্ধ করেন। তবে বক্তার থেকে শ্রোতা হতেই বেশি পছন্দ করি”। ‘জুবিলি’ অভিনেত্রী জানান, তাঁকে অভিনয় শিখিয়েছেন মনিরত্নম (Maniratnam)। কিন্তু তিনি সব ভাষায় অভিনয় করতে চান। গান আর নাচ অদিতির ভীষণ প্রিয়। সবার অনুরোধ মেনে এক কলি গেয়েও দিলেন । অরিন্দম জানতে চান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা। অদিতি বলেন, “বুম্বা দার সঙ্গে কাজ করা মানে একটা আলাদা রকমের স্নেহের স্পর্শ পাওয়া।” একেবারে ঘরোয়া আড্ডায় মন জয় করলেন বলিউডি সুপারস্টার।

Previous articleবাংলার উত্তর এখন আর অবহেলিত নয়: এলাকা ধরে উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর
Next articleসিবিআই নয় আনিস খান হত্যাকাণ্ডে ‘সিট’ এর ওপরেই আস্থা হাই কোর্টের