Thursday, May 15, 2025

নতুন দিল্লির সংসদ ভবনে আজকের হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।বিধানসভার অভ্যন্তরে বিধায়কদের সঙ্গী ও সাক্ষাত্‍প্রার্থীদের প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি করা হচ্ছে৷ নিরপত্তারক্ষীদের তল্লাশি ছাড়া কেউই আর বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবেন না৷ বস্ত্তত, বিধানসভার সদস্য ছাড়া বাকি সবাইকেই তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হবে৷ শুধু তাই নয়, সাক্ষাত্‍প্রার্থীদের বিধানসভায় প্রবেশের জন্য এন্ট্রি পাস নতুন নিয়মে কেন্দ্রীয় ভাবে একটি জায়গা থেকেই ইস্যু করা হবে৷ অধিবেশন চলাকালীন বিধানসভা চত্বরে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হচ্ছে৷

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন, ‘লোকসভার ঘটনা আমাদের চোখ খুলে দিল।’ রাজ্য বিধানসভায় নিরাপত্তা কর্মীদের বেশ কিছু পদ এখনও শূন্য রয়ে গিয়েছে। বিধানসভা সূত্রের আলোচনায় উঠে এসেছে, ৬০ জন নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও, কমতে কমতে বর্তমানে রয়েছেন ২২-২৪ জন। ফলে বলাই যায়, অর্ধেকের বেশি পদ খালি রয়ে গিয়েছে। বিধানসভায় নিরাপত্তাকর্মীদের শূন্যপদ থাকার কথাটি মানছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। বললেন, “আমাদের নিরাপত্তা কর্মীদের যে শূন্যপদগুলি রয়েছে, সেগুলিতে দ্রুত গতিতে নিয়োগের ব্যবস্থা করা হবে।”

অধ্যক্ষ জানান,বিধানসভার অধিবেশন শুরুর আগে কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিধানসভা কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের থেকে বেশ কিছু কর্মীকে বিধানসভার নিরাপত্তার কাজে নেওয়া হয়। তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে বিধানসভার অধিবেশনের সময় নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়।এছাড়া যখন বিধানসভায় কোনও বিশেষ অনুষ্ঠান হয়, তখনও একইভাবে রিকুইজিশন যায় পুলিশের কাছে। তবে অন্যান্য সময়ে, অর্থাৎ যখন বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠক বা অন্যান্য কাজকর্ম চলে, তখন বিধানসভার নির্দিষ্ট নিরাপত্তা কর্মীদের দিয়েই কাজ চালানো হয়।

Related articles

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ...

যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) যাত্রা আপাতত পিছিয়ে গেল। ২৯ মে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে রওনা...
Exit mobile version