Tuesday, May 13, 2025

অর্জুন পুরস্কার পেতে পারেন মহম্মদ শামি:সূত্র

Date:

Share post:

২০২৩ একদিনের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন মহম্মদ শামি। বিশ্বকাপে শামি ২৪টি উইকেট নেন। প্রতিযোগিতায় সব থেকে বেশি উইকেট তাঁরই দখলে। আর তারই পুরস্কার পেতে চলেছেন তিনি। সূত্রের খবর, বোর্ডের তরফে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে শামির নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়। এছাড়াও তারকা ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক এবং চিরাগ শেট্টি এই বছরের মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

শামি ছাড়া আরও ১৬জন অর্জুন পুরস্কার পেতে পারেন। যার মধ‍্যে রয়েছেন, কৃষাণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), ওজাস প্রবীণ দেওতালে (তিরন্দাজ), অদিতি গোপীচাঁদ স্বামী (তিরন্দাজ), মহম্মদ হুসামুদ্দিন (বক্সার), আর বৈশালী (দাবাড়ু), দীক্ষা ডোগর (গল্ফার), ঐশ্বর্য প্রতাপ সিং তোমর (শুটার), অন্তিম পঙ্ঘল (কুস্তিগির) এবং ঐহিকা মুখোপাধ্যায়ের (টেবিল টেনিস) মতো খেলোয়াড়েরা।

দ্রোণাচার্য পুরস্কারের জন্য পাঁচজন মনোনীত হয়েছেন। তাঁরা হলেন গণেশ প্রভাকরণ, মহাবীর সাইনি, ললিত কুমার, আরবি রমেশ এবং শিবেন্দ্র সিং।

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার: সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি (ব্যাডমিন্টন)।

অর্জুন পুরস্কার: মহম্মদ শামি (ক্রিকেট), অজয় রেড্ডি (অন্ধ ক্রিকেট) ওজস প্রবিন দেওতালে, অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজ), শীতল দেবী (প্যারা আর্চারি), পারুল চৌধুরী এবং এম শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স), মহম্মদ হুসামুদ্দিন (বক্সিং), আর বৈশালী (দাবা), দিব্যকৃতি সিং এবং আনুশ আগরওয়ালা (অশ্বারোহী), দীক্ষা ডাগর (গলফ), কৃষাণ বাহাদুর পাঠক এবং সুশীলা চানু (হকি), পিঙ্কি (লন বল), ঐশ্বর্য প্রতাপ সিং তোমর (শ্যুটিং), অন্তিম পঙ্ঘল (কুস্তি), ঐহিকা মুখোপাধ্যায়ের (টেবিল টেনিস)।

দ্রোণাচার্য পুরস্কার: গণেশ প্রভাকরণ (মল্লখাম্ব), মহাবীর সাইনি (প্যারা অ্যাথলেটিক্স), ললিত কুমার (কুস্তি), আরবি রমেশ (দাবা), শিবেন্দ্র সিং (হকি)।

আরও পড়ুন:অনন্য সম্মান, ‘হল অফ ফেমে’ স্থান পেলেন লিয়েন্ডার-বিজয় অমৃতরাজ

 

 

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...