প্রতিবেশী মহিলাকে ধর্ষণের (rape) অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ (Gaighata police) । নির্যাতিতার পরিবারের অভিযোগ ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় ওই মহিলাকে। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পুলিশের দ্বারস্থ হয় তাঁর পরিবার।

উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানা এলাকার বছর ৩৯-এর এক বিশেষভাবে সক্ষম (specially abled) মহিলা হঠাৎই অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। সেখানে ডাক্তার জানায় যে প্রায় ৯০ শতাংশ বিশেষভাবে সক্ষম মহিলা অন্তঃসত্ত্বা। পরিবারে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের জেরার মুখে নির্যাতিতা মহিলা স্বাকীর করেন আলাউদ্দিন মণ্ডল নামে এক প্রতিবেশী ব্যক্তি ধর্ষণ করে তাঁকে। ভয় দেখিয়ে এমনভাবে ঘটনাটি ঘটানো হয় যে কয়েকমাস ধরে মুখ খুলতে পারেননি নির্যাতিতা।
বর্তমানে নির্যাতিতা প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা। বিপন্ন পরিবার অভিযোগ দায়ের করে গাইঘাটা থানায়। অভিযোগ পেয়ে অভিযুক্ত আলাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে (Bangaon court) পেশ করা হয়।
