Sunday, November 16, 2025

ফের বসছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প, নবান্নের বৈঠকে একাধিক নির্দেশ মুখ্যসচিবের

Date:

ফের বসছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। হবে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিও। তার আগে এই প্রকল্পের প্রস্তুতি নিয়ে আজ, বুধবার নবান্নে জরুরি বৈঠকে করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।নবান্ন সূত্রে জানা গিয়েছে,  বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়িয়ে কীভাবে এই ক্যাম্প করা হবে তা নিয়ে মুখ্যসচিব থেকে বিডিও পর্যায়ের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয় এদিনের বৈঠকে।

আগামী শুক্রবার থেকে রাজ্যে আরেক দফায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। চলতি বছরের শেষে এই দুয়ারে সরকার কর্মসূচি থেকে মোট ৩৬ টি পরিষেবা পাওয়া যাবে। দুয়ারে সরকার কর্মসূচির প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার সব জেলার জেলাশাসকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন। দুয়ারে সরকার কর্মসূচি সফল ভাবে পরিচালনা করার জন্য মুখ্যসচিব বৈঠকে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

সম্প্রতি, উত্তরবঙ্গের একাধিক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিগত শংসাপত্র নিয়ে সতর্ক করেছিলেন। জাতিগত শংসাপত্র বেশ কিছু ক্ষেত্রে ভুয়ো বলেও তিনি জানান।তার প্রেক্ষিতে এদিন মুখ্যসচিব জাতিগত সংশাপত্র দেওয়ার ক্ষেত্রে সবরকম সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনেই জাতিগত সংশাপত্র বিলি করতে হবে বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। জাতিগত সংশাপত্র দেওয়ার ক্ষেত্রে আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে বিশেষ নজরদারি রাখার তিনি নির্দেশ দিয়েছেন। যে সব আদিবাসীদের জাতিগত শংসাপত্র নেই তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য জোগাড় করতে হবে। যোগ্যরা যাতে  কোনও ভাবেই সংশাপত্র থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে বলা হয়েছে। দুর্গম এলাকায় ভ্রাম্যমান শিবিরের সংখ্যা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

এরি পাশাপাশি, আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে পরিষেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে রাজ্য স্তরে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে নবান্ন থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। গোটা বিষয়টি দেখভালের জন্য ৪০ জন  আই এ এস আধিকারিককে নিয়োগ করার পাশাপাশি রাজ্য, জেলা ও ব্লক স্তরে মোট ৪৭৩টি কন্ট্রোল রুম খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামীন এলাকাগুলিতে শিবিরের সময় সব দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। মোট এক লক্ষ শিবিরের মধ্যে প্রত্যন্ত এলাকায় ৪০ শতাংশ ভ্রাম্যমান শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

প্রথম দফায় আগামী ৩০ তারিখ পর্যন্ত চলা এইবারের শিবির থেকে ১৮টি দফতরের মোট ৩৬ টি পরিষেবার সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে। শিবিরে কোন প্রকল্পে আবেদনের জন্য জেরক্স করা আবেদন পত্র বিলি করা যাবে না বলে জানানো হয়েছে। প্রয়োজনে একটি টোল ফ্রি হেল্প লাইন খোলা হয়েছে যার নম্বর ১৮০০ ৩৪৫ ০১১৭ । এর আগে সাতটি দুয়ারে সরকার শিবির কর্মসূচী থেকে আট কোটির বেশি মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে বলে সরকারি ভাবে দাবি করা হয়েছে।

এরই পাশাপাশি, দুয়ারে সরকারের ক্যাম্পে যাতে কোনও রকম আবেদনপত্র জেরক্স করে বিলি না করা হয় তা নিয়েও জেলাশাসকদের সতর্ক করেন মুখ্যসচিব। দুয়ারে সরকার শিবিরে সরকারি প্রকল্পের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের আলো প্রকল্পের শিবিরেরও আয়োজন করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকেও বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের শেষ  দুয়ারে সরকার কর্মসূচি আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।  এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে প্রান্তে ক্যাম্পে করে পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তবে, রবিবার এবং ছুটির দিনে বন্ধ থাকবে এই শিবির। ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিতে পারবেন রাজ্যবাসী। এইবার দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন করার সুবিধাও যুক্ত করা হয়েছে।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version