Sunday, May 4, 2025

নাবালিকাকে একাধিকবার ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রামদুলার

Date:

নাবালিকাকে ধর্ষণের দায়ে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত। মঙ্গলবার এই রায় দিয়েছে রাজ্যের সোনভদ্র জেলার একটি আদালত। ২২০১৪ সালে একটি ধর্ষণের মামলায় ১৫ বছরের নাবালিকার ওপরে শারীরিক নির্যাতন চালানোর মামলায় অভিযুক্ত ওই বিধায়ক।  অভিযুক্ত বিধায়কের নাম রামদুলার।

২০২২ সালের নির্বাচনে তিনি দুটি আসন থেকে জয়ী হয়েছিলেন। এতদিন জামিনে ছিলেন তিনি। বিশেষ পাবলিক প্রসিকিউটর সত্য প্রকাশ ত্রিপাঠি জানান, আদালত বিধায়ক রামদুলারকে দোষী সাব্যস্ত করার পরে, তাকে অবিলম্বে হেফাজতে নেওয়া হয়। নির্যাতিতার আইনজীবী বিকাশ শাক্য বলেছেন, বিধায়ককে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (প্রমাণ হারিয়ে ফেলা এবং মিথ্যা তথ্য দেওয়া) এবং পক্সো আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইনজীবী শাক্য জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর এই মামলায় আদালত সাজা ঘোষণার দিন ধার্য করেছে।

জানা গিয়েছে, ঘটনার দিন ২০১৪ সালের ৪ নভেম্বর যখন নাবালিকা প্রাতকৃত্য সারতে ঘরের বাইরে যায়, তখন বিধায়ক তার ওপর পাশবিক নির্যাতন চালায়। ঘরের ফিরে এসে তার দাদাকে সব কথা জানায় সে। নাবালিকা আরও জানায় গত বছরে তাকে ভয় দেখিয়ে বিধায়ক তাকে একাধিকবার ধর্ষণ করেছে। আইনজীবী বিকাশ শাক্য জানিয়েছেন, বর্তমানে নির্যাতিতা নাবালিকা বিবাহিত। বিচার চলাকালীন আদালতে যখন তার বিবৃতি রেকর্ড করা হয়েছিল, তখন মেয়েটি বিবাহিত ছিল। তিনি এখন তার পরিবারে সঙ্গে রয়েছেন।

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version