Wednesday, January 14, 2026

“প্রভাবশালী ব্যক্তি ফাঁসিয়েছে ওকে”, বিস্ফোরক সংসদে হামলাকারীর আত্মীয়

Date:

Share post:

“কোনও প্রভাবশালী ব্যক্তি ফাঁসিয়ে দিয়েছে ওকে। বড় কোনও ষড়যন্ত্রে ভুল করে পা দিয়ে ফেলেছে ও।” এমনই বিস্ফোরক দাবি করলেন, সংসদে তাণ্ডব চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত সাগর শর্মার কাকা প্রদীপ শর্মা। তাঁর আরও দাবি, এর আগে কোনও অপরাধমূলক কাজ সাগর করেনি। বুধবার সংসদে অধিবেশন চলাকালীন হঠাৎ ভিজিটর গ্যালারি থেকে লাফিয়ে পড়েছিল দুই ব্যক্তি। তাদের মধ্যে অন্যতম ছিল ইঞ্জিনিয়ারিং পাশ করা সাগর।

উল্লেখ্য, বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। ঠিক তখনই দর্শকআসন থেকে লাফ দেয় ২ জন। এরা হল সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। মাইসুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া সাগর। মনোরঞ্জনও মাইসুরুর বাসিন্দা। বাইরে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে একজন মহিলা। হরিয়ানার বাসিন্দা ওই মহিলার নাম নীলম সিং। অপরজন মহারাষ্ট্রের অমল শিণ্ডে। ধৃতদের জেরার পাশাপাশি তাঁদের বাড়িতে গিয়েও তল্লাশি শুরু করে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। এহেন পরিস্থিতিতে এবার প্রকাশ্যে এল ধৃতদের পরিবারের প্রতিক্রিয়া।

এই ঘটনার পরেই ধৃত নীলমের মা বলেন, “চাকরি না পাওয়া দীর্ঘদিন খুব চিন্তিত ছিল নীলম। ওর সঙ্গে নিয়মিত কথা হলেও দিল্লির এই হামলা নিয়ে কিছুই জানতাম না। বারবার বলত, এত পড়াশোনা করে চাকরি না পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো।” আরেক অভিযুক্ত ডি মনোরঞ্জনের বাবা অবশ্য দাবি করেন, “আমার ছেলে কোনও ভুল করে থাকলে ওকে ফাঁসি দেওয়া উচিত।” পাশাপাশি সাগরের বাবা রোশন লাল শর্মা দাবি করেছেন, তার ছেলে বেঙ্গালুরুর এক বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে এই কাজ করেছে। বেঙ্গালুরুর ওই বন্ধুই ওর মগজ ধোলাই করেছে। এই সবকিছুর মাঝেই এবার বিস্ফোরক দাবি করলেন, “কোনও প্রভাবশালী ব্যক্তির ফাঁদে পা দিয়েছে সাগর। আগে কোনওদিন এমন কাজ করেনি ও। সাগর ষড়যন্ত্রের শিকার।”

spot_img

Related articles

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...

৭ নম্বর ফর্ম জমা দেওয়ার নামে ইআরও অফিস ভাঙচুর বিজেপির

কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের ফল এবার আরও স্পষ্ট করে দিচ্ছে খোদ বিজেপি। ভোটার তালিকায় থাকা কোনও ব্যক্তির নাম বাদ...