Friday, December 26, 2025

শুক্রেই সপ্তপদী সৌরভ-দর্শনার, আলোর মালায় সেজেছে নায়িকার বাড়ি!

Date:

Share post:

বিয়ের মরসুমে এখন শুধুই চার হাত এক হওয়ার পালা। দিন কয়েক আগেই বিয়ে সেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (Parambrata Chatterjee & Piya Chakraborty)। তা নিয়ে সমালোচনার রেশ কাটার আগেই ঝলমলে বিয়ের মেজাজ তুলে ধরেছেন সৌম্য – সন্দীপ্তা। এবার পালা সৌরভ দাস-দর্শনা বণিকের (Sourav Das – Darshana Banik Wedding)। আগামিকাল সাতপাকে ঘুরতে চলেছেন যুগলে। আজ পরিবারের সকলকে নিয়ে আশীর্বাদের অনুষ্ঠানে মাতলেন নায়িকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন ছিল টলিউডের (Tollywood) আনাচেকানাচে। এবার পরিণতির পালা। আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌট-কুলো সবই তারকা জুটি শেয়ার করে নিচ্ছেন স্যোশাল মিডিয়ায়। সেজে উঠেছে দুই সেলেব্রেটির বাড়িও।

পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বাঙালি মতেই বিয়ে করবেন সৌরভ -দর্শনা। বিয়ের লগ্ন রাত ৯ টায়। পাত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর বিয়ের দিন সব অনুষ্ঠানেই বেনারসি পরবেন দর্শনা । অধিবাস অনুষ্ঠানের সময় তসর বেনারসি, গায়ে-হলুদের সময় হলুদ বেনারসি এবং রিসেপশনের রাতে ফুসিয়া গোলাপি বেনারসিতে দেখা যাবে তাঁকে। বিয়ের দিন কাস্টমাইজ লাল বেনারসিতে যা দেখা যাবে নায়িকাকে। বর বেশে সৌরভ একটি কাঁথার কাজ করা তসর ধুতি এবং জামদানি ও কাঁথার কাজ করা একটি কুর্তা পরবেন। আশীর্বাদেও তিনি সেজেছেন গোলাপী শড়িতে মোহময়ী লাগছিল দর্শনাকে। উজ্জ্বল আলোয় ঝলমল করছে তাঁর বাড়ি। গায়ে হলুদের জন্যও সুন্দর করে সাজানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে গাঁদা ফুল, সামনে রাখা বিশেষ অর্ডার দিয়ে বানানো গাছকৌট ও কুলো নজর কেড়েছে।

 

গত ২৮ নভেম্বর থেকে নিমন্ত্রণপত্র বিলি করতে শুরু করেন তারকা জুটি। নিমন্ত্রণপত্রটি দেখতে বেশ সুন্দর। ডিজিটাল পত্রটি দুধসাদা। তাতে সাদা আর সোনার পালক দিয়ে লেখা বর-কনের নামের আদ্যাক্ষর ‘ডি (দর্শনা)-এস (সৌরভ)’। সঙ্গে বিয়ের বাসর, নির্ঘণ্ট। কার্ডের আবহে বেজেছে শাস্ত্রীয় সঙ্গীত। টলিউডের সকলেই উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। বাঙালি রীতি মেনে বিয়ের পাশাপাশি মেনুতেও বাঙালি খাবারের মেলা। এখন সপ্তপদী মুহূর্তের অপেক্ষায় সৌরভ-দর্শনা।


spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...