শীর্ষ আদালতে আজ মহুয়া মাম.লার শু.নানি!

লোকসভায় যেভাবে এক তরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তী.ব্র বিরো.ধিতা করে সোমবারই সুপ্রিম আদালতের দ্বারস্থ হন মহুয়া।

‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ কাণ্ডে দেশের নিরাপত্তা জনিত ইস্যুকে সামনে রেখে সাংসদ পদ বাতিল করা হয়েছে মহুয়া মৈত্রের (Mahua Moitra)। লোকসভায় এই সিদ্ধান্ত গ্রহণের দিন মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের জয়ী প্রার্থী। আজই সেই মামলার শুনানি।

গত সপ্তাহে এথিক্স কমিটির (Ethics committee) সুপারিশের ভিত্তিতে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হয়েছে। লোকসভায় যেভাবে এক তরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তীব্র বিরোধিতা করে সোমবারই সুপ্রিম আদালতের দ্বারস্থ হন মহুয়া। প্রমাণ ছাড়াই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করেন তিনি। আজ বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসফি ভাট্টির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

Previous articleসংসদে তা.ণ্ডবের ঘটনায় পুলিশের জালে আরও ২!
Next articleমঙ্গলবার পর্যন্ত শীতের লম্বা ইনিংস, পূর্বাভাস হাওয়া অফিসের