Sunday, November 16, 2025

বাংলার দাবি আদায়ে রবিবার দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর, যোগ দেবেন I.N.D.I.A.-র পরবর্তী বৈঠকেও

Date:

বাংলার বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দাবি আদায়ে এর আগেও দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন তিনি। বার ফের প্রাপ্য আদায়ে রাজধানী যাচ্ছেন তিনি। তবে, এবার শুধু দাবি আদায় নয়, কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে বিরোধীদলের বৈঠকেও যোগ দেওয়া কথা মমতার।

 

২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও দলীয় সাংসদদের সঙ্গে রয়েছে বৈঠক। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকও যোগ দেবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংসদে শীতকালীন অধিবেশন চলছে। হামলা-কাণ্ড নিয়ে এই মুহূর্তে উত্তাল লোকসভা ও রাজ্যসভা। দিল্লি থেকে কলকাতা প্রতিবাদে ঝড় তুলে দিয়েছে তৃণমূল। সংসদ চত্বরেও রোজই চলছে ইন্ডিয়া জোটের ধর্না-অবস্থান। ডেরেক ও’ব্রায়েন-সহ বিরোধীদের ১৪ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন বাকি সেশনের জন্য। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। স্বাভাবিকভাবেই রাজধানীর রাজনৈতিক কুশীলবদের নজর থাকবে তাঁর ‘এই সফরের দিকে।

লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে বিজেপির বিরুদ্ধে আরও এককাট্টা হয়ে I.N.D.I.A. জোট যাতে মাঠে নামে সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা থাকবে।

এবারের I.N.D.I.A. জোটের বৈঠকে রাজ্যভিত্তিক আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।

  • ১৮ ডিসেম্বর দুপুর আড়াইটেয় দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।
  • ১৯ ডিসেম্বর তিনি যোগ দেবেন N.D.I.A. জোটের বৈঠকে। বিকেল ৩টেয় দিল্লির অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের বৈঠক হবে।
  • ২০ ডিসেম্বর সকালে সংসদ ভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে। যাবেন দলীয় কার্যালয়েও।

 

সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিশেষত বাংলার বকেয়া নিয়ে যেভাবে প্রতিবাদ আন্দোলন তুঙ্গে নিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হয়ে নেত্রী কী বলেন এবং প্রধানমন্ত্রীই বা বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রাখার বিষয়টি নিয়ে কী জবাব দেন সেদিকেও নজর থাকবে সকলের। তবে, মমতা আগেই জানিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পরেই পরবর্তী কর্মসূচি জানাবেন। এখন সারা দেশের নজর মমতার রাজধানী সফরের দিকে।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version