ফের মহানগরে বাসের রেষারেষি, ধর্মতলায় ভাঙল আলোর তোরণ

0
2

ফের মহানগরের বুকে বেসরকারি বাসের (Bus) রেষারেষি। দিনের ব্যস্ত সময়ে ভাঙল ধর্মতলায় আলোর তোরণ। শনিবার দুপুরে আরেকটি বাসের সঙ্গে টক্কর দিতে গিয়ে সাঁতরাগাছি-শিয়ালদহ রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আলোর তোরণে ধাক্বা মারে। শহরের প্রাণ কেন্দ্রে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য দেখা যায়। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

বড়দিনের (Christmass) আগে পার্ক স্ট্রিট ও সংলগ্ন অঞ্চলে চলছে আলোর সাজ। এদিন দুপুরে পার্ক স্ট্রিট ব্রিজের কাছে জওহরলাল নেহরু রোডে ধর্মতলার দিকে আসছিল সাঁতরাগাছি-শিয়ালদহ রুটের একটি বাস। সেই সময় একই রুটের আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রঙিন আলোর গেটে ধাক্কা মারে বাসটি। তোরণ ভেঙে রাস্তার উপর পড়ে। ধর্মতলা-পার্ক স্ট্রিট অঞ্চলে এই দুর্ঘটনায় যানজট তৈরি হয়। বাসের চালককে আটক করেছে পুলিশ।