Thursday, August 28, 2025

পোলাও -পাঁ.ঠার মাং.সে মাতলো টেলি জগৎ, জমজমাট সৌরভ-দর্শনার বিবাহ বাসর

Date:

প্রেমটা লুকিয়ে করেছিলেন, কিন্তু বিয়েটা হল সাড়ম্বরে। চলতি বছরের অঘ্রানের শেষ বিয়ের লগ্নে চার হাত এক হল সৌরভ দাস ও দর্শনা বণিকের (Saurav Das and Darshana Banik)। এক বছরের বন্ধুত্বের মধ্যে কখন প্রেমের প্রবেশ হয়েছিল সে সম্পর্কে ঘনিষ্ঠরা ছাড়া আর কেউ জানতে পারেননি। কিন্তু সকলকে জানিয়ে বেশ হৈ-হুল্লোড় করেই বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলেই জমলো বিয়ের সন্ধ্যা। সাবেকি রীতি আর পুরোদস্তুর বাঙালি মেনুতে দারুন উপভোগ করলেন টেলিউড ও টলিউডের শিল্পীরা(Tollywood stars)।

সৌরভ শুরু থেকেই বলে এসেছিলেন যে এই বিয়েতে তিনি বাঙালিয়ানাকে পুরোপুরি বজায় রাখতে চান ।সেই কারণে আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ সবেতেই চেনা বিয়ে বাড়ির গন্ধ ধরা দিল। গতকাল সকাল থেকেই সব আচার অনুষ্ঠানের ছবি সমাজ মাধ্যমে দিয়েছেন বর- কনে। সন্ধ্যাতেও ব্যতিক্রম হল না। দর্শনা বিয়ের আসরে এলেন মুগা জরির কাজ করা লাল বেনারসি পরে। গায়ে সোনার গয়না, কপালে সোনার টিকলি ও রীতি মেনে নাকে নথ। চশমা চোখে সাদা ধুতি পাঞ্জাবিতে হাজির হন সৌরভ। এরপর বিয়ের মন্ত্র উচ্চারণে আগামীর পথে একসাথে চলার শপথ নিলেন দুজনেই। বিয়ের নিমন্ত্রিতদের তালিকায় থাকলেন বর-কনের প্রিয় বন্ধুরা। এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly), অভিনেতা নীল ভট্টাচার্য (Trina Bhattacharya), তৃণা সাহা (Trina Saha), সৌম্যজিৎ আদক, সোহিনী সরকার (SohiniSarkar) — কে নেই? আর মেনুতে কী নেই? ফিশ ফ্রাই, ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, পোলাও, পাঁঠার মাংস— এই সব পদ দিয়েই চলল অতিথি আপ্যায়ন। চুটিয়ে আনন্দ করলেন সকলেই। যদিও নবদম্পতি কবে আর কোথায় মধুচন্দ্রিমা যাবেন সেটা এখনও জানাননি। সৌরভ আর দর্শনার জন্য আমাদের তরফ থেকেও রইল আন্তরিক শুভেচ্ছা।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version