Monday, August 25, 2025

ফের মৃত্যু, করোনার নতুন সাব-ভ্যারিয়্যান্ট নিয়ে রক্তচাপ বাড়ল কেরলে

Date:

করোনার নতুন সাব-ভ্যারিয়্যান্ট নিয়ে রক্তচাপ বাড়ল কেরলে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর নভেল করোনাভাইরাসের JN.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত এক বৃদ্ধার খোঁজ মেলে। ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতা ছিল ৭৯ বছরের ওই বৃদ্ধার। ১৮ নভেম্বর আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। তখনই ধরা পড়ে কোভিড-১৯-র  JN.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত ওই বৃদ্ধা। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর নভেল করোনাভাইরাসের JN.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত এক বৃদ্ধার খোঁজ মেলে।

এরই পাশাপাশি, কেরলে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক জনের।কেরলের কান্নুর জেলার পানুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে কোভিডে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃতের নাম পালাক্কান্ডি আবদুল্লাহ। বয়স ৮২ বছর। সে রাজ্যের স্বাস্থ্য দফতর কোভিডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সতর্কও করেছে। স্বাস্থ্য কর্মীদের সরকারি এবং বেসরকারি হাসপাতালে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কেরলের ওই বাসিন্দার আগেও এক ভারতীয়ের দেহে ওই সাব ভ্যারিয়্যান্টের খোঁজ পাওয়া গিয়েছিল। আদতে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির বাসিন্দা, গত ২৫ অক্টোবর সিঙ্গাপুর গিয়েছিলেন। তবে তার পর থেকে তিরুচিরাপল্লি বা তামিলনাড়ুর অন্য কোথাও সংক্রমণের বাড়বাড়ন্ত হয়েছে বলে জানা যায়নি। সাব ভ্যারিয়্য়ান্টে আক্রান্ত কেরলের ওই বাসিন্দা যেখানে থাকেন, সেই এলাকায় ইতিমধ্যে নজরদারি চালাচ্ছে India SARS-CoV-2 Genomics Consortium বা INSACOG।

সম্প্রতি কেরলে আচমকাই বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। সরকারি হিসাব বলছে, নভেম্বরে কেরলে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৭০ জন। ডিসেম্বরের প্রথম ১০ দিনে সে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮২৫ জন।রাজ্য হাসপাতালের মেডিক্যাল সুপার সাপি পি ওরাথেল জানিয়েছেন, অনেকের ক্ষেত্রে এক মাস বা তার বেশি সময় ধরে কোভিডের উপসর্গ দেখা গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, এখন আমরা লক্ষ্য করছি, কোভিডের থেকেও দূষণ এবং জলবায়ুর পরিবর্তনের কারণে এই উপসর্গগুলো বৃদ্ধি পাচ্ছে।

 

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version