Sunday, August 24, 2025

রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় ভক্তদের আসতে নিষেধ ট্রাস্ট প্রধানের!

Date:

সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের ২২ জানুয়ারি হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা। রামলালার মূর্তি তৈরি প্রায় শেষ পর্যায়ে। ফলে প্রাণ প্রতিষ্ঠার দিন নিশ্চিতভাবে অযোধ্যায় বহু মানুষের আগমনের সম্ভাবনা রয়েছে।মন্দিরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকতে ২২ জানুয়ারি অযোধ্যার টিকিট কাটার ধুম পড়ে গিয়েছে সর্বত্র। হোটেলেও বুকিংয়ের চাহিদা তুঙ্গে। যদিও এর মাঝেই রাম মন্দির ট্রাস্টের সভাপতির আর্জি, ‘উদ্বোধনের দিন দয়া করে কেউ রাম মন্দিরে আসবেন না।’

রাম মন্দির ট্রাস্টের সভাপতি চম্পত রাই দর্শনার্থীদের কাছে অনুরোধ, ‘২২ জানুয়ারি অযোধ্যা মন্দিরে না এসে বাড়ির কাছে, স্থানীয় যে কোনও দেবতার মন্দিরে গিয়ে আনন্দ উৎসব পালন করুন।তিনি বলেন, ‘বেলা ১২টা থেকে শুরু হবে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান। গর্ভগৃহ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। মূর্তিও গড়া সম্পন্ন। তবে গোটা রাম মন্দির নির্মাণ হতে আরও দু’বছর সময় লাগবে।’

তাঁর যুক্তি, উদ্বোধনের সময় মাত্রাতিরিক্ত ভিড় হবে অযোধ্যায়। রামলালার দর্শনে উপচে পড়বে ভিড়। সঠিকভাবে উদযাপন করা সম্ভব হবে না ভক্তদের পক্ষে। ফলে ২২ জানুয়ারি অযোধ্যায় না যাওয়াই মঙ্গল। বদলে চম্পত রাই স্থানীয় যে কোনও দেবতার মন্দিরে আনন্দ মহোৎসব পালন করার আর্জি জানিয়েছেন পুণ্যার্থীদের কাছে।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version